ETV Bharat / state

খুনের আশঙ্কা জগদ্দলের বিধায়কের, বাড়ানো হল শ্যামের নিরাপত্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 3:28 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Security Increased for Jagaddal MLA Somenath Shyam: নিরাপত্তা বাড়ানো হল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের ৷ বৃহস্পতিবার তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ যা নিয়ে পুলিশের শীর্ষস্তরে এবং তৃণমূল নেতৃত্বকেও জানিয়েছিলেন ৷ তার পরেই আজ তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

খুনের আশঙ্কা জগদ্দলের বিধায়কের

জগদ্দল, 13 জানুয়ারি: ভিকি যাদব-খুনে ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলই ৷ তারই মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম ৷ তাঁকে খুনের চক্রান্ত হচ্ছে বলে শোরগোল ফেলে দিয়েছেন ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে ৷ আর তার পরেই সোমনাথের নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

কিন্তু হঠাৎ কেন নিজের জীবনহানির আশঙ্কা করতে গেলেন শাসকদলের বিধায়ক সোমনাথ শ‍্যাম ? কী এমন হল, যে তিনি খুন পর্যন্ত হয়ে যেতে পারেন ? এর উত্তরে ইটিভি ভারতের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, "আমি অন‍্যায়ের প্রতিবাদ করছি ৷ এটা অনেকেরই পছন্দ হচ্ছে না ৷ সেই কারণে খুন হয়ে যেতে পারি ৷"

এ প্রসঙ্গে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনার প্রসঙ্গও টেনে এনেছেন তৃণমূল বিধায়ক ৷ সোমনাথের কথায়, "আকাশ যাদব খুনের প্রধান সাক্ষী ভিকি যাদব খুন হয়ে গেলেন আততায়ীদের হাতে ৷ যেহেতু আমি এই খুনের প্রতিবাদ করে যাচ্ছি, তাই আমাকেও টার্গেট করা হতে পারে ৷ যে কোনও সময় আমিও খুন হয়ে যেতে পারি ৷" শুধু ভিকি যাদব খুনের ঘটনায় নয় ! এই বিষয়ে তৃণমূল নেতা গোপাল মজুমদারের খুনের ঘটনাটিও তুলে ধরেছেন সোমনাথ শ‍্যাম ৷

তিনি বলেন, "গোপাল মজুমদার খুনের পুনরায় তদন্ত চেয়ে ইতিমধ্যে সরব হয়েছি আমি ৷ এছাড়াও গৌরব প্রসাদ, রাজ পান্ডে এবং ধারু সিংয়ের খুনের চেষ্টার মামলা নিয়ে প্রতিবাদ করছি ৷ তাই আমার খুন না হওয়ার তো কোনও কারণ নেই ! একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী তো খুন হয়ে যাচ্ছেন ৷"

এখানেই প্রশ্ন উঠেছে, জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামের সঙ্গে পুলিশের সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকে সবসময় ৷ তা সত্ত্বেও কেন তিনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন ? এর উত্তরে শ‍্যাম বলেন, "সেই কারণেই তো আমার নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ কোথাও না কোথাও পুলিশেরও মনে শঙ্কা রয়েছে ৷ তারপরও বলব, খুনিরা খুন করার জন্য সবসময় চেষ্টা করে ৷ তাঁদের মুখোশ অথবা চক্রান্ত যখন সামনে চলে আসে । তখন তাঁরা চেষ্টা করে প্রতিবাদী কিংবা সাক্ষীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ৷ বিষয়টি ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি ৷"

খুনের কোনও হুমকি ফোন পেয়েছেন কিনা, তা জানতে চাইলে তৃণমূল বিধায়ক বলেন, "সেটা এখনই আপনাকে বলছি না ৷ এটা তদন্ত সাপেক্ষ বিষয় ৷ পুলিশ তদন্ত করে দেখছে ৷ তবে, বিভিন্ন সোর্স মারফত খবর আছে, আমার উপর হামলা হতে পারে ৷ তাই পুলিশকে জানিয়েছি ৷"

কোন দিক থেকে খুনের আশঙ্কা রয়েছে ? এই প্রশ্নের উত্তরে সরাসরি কারও নাম নেননি ৷ শুধু বলেন, "সেটা পুলিশ তদন্ত করে দেখবে ৷ আসল সূত্র খুঁজে বের করুক সেটাই আমি চাই ৷ আমি তো দেখেনি ! আমি জ্যোতিষও নই, যে বলে দেব ৷ তবে, নিশ্চিত কোনও না কোনও চক্রান্ত রয়েছে এর পিছনে ৷" সবশেষ সোমনাথ শ্যাম জানিয়েছেন, খুনের আশঙ্কার বিষয়টি জনগণকে জানানো তাঁর নৈতিক দায়িত্ব ৷ কারণ তিনি জনগণের প্রতিনিধি ৷

আরও পড়ুন:

  1. 'কত বড় পেট' ! দুর্নীতি ইস্যুতে অর্জুনকে নিশানা ; পালটা 'শিখণ্ডী' কটাক্ষ সোমনাথকে
  2. সাংসদ-বিধায়কের দ্বৈরথে নতুন মাত্রা ! সোমনাথ শ‍্যাম ঢুকতেই দলীয় বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অর্জুন সিং
  3. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.