ETV Bharat / state

Saugata Roy: শুভেন্দুর মন্তব্য নারীবিদ্বেষী, না করলেই পারতেন ! মনে করেন সৌগত

author img

By

Published : Sep 18, 2022, 4:30 PM IST

Saugata Roy reaction on Suvendu Adhikari comment during BJP Nabanna Abhijan
Saugata Roy: শুভেন্দুর মন্তব্য নারীবিদ্বেষী, না করলেই পারতেন ! মনে করেন সৌগত

গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যে মন্তব্য করেছিলেন, তা নারীবিদ্বেষী ! এমনটাই মনে করেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷

নিমতা, 18 সেপ্টেম্বর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ রবিবার তাঁর সংসদীয় এলাকার অধীনস্ত নিমতায় আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন সৌগত ৷ সেখানেই সাংবাদিকদের মুখে শুভেন্দুর প্রসঙ্গ শুনে এই মন্তব্য করেন প্রবীণ রাজনীতিক ৷

উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর বিজেপি-এর নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) চরম বিশৃঙ্খলা ছড়ায় ৷ মহিলা পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়ান শুভেন্দু ৷ সেই সময়েই তাঁর করা একটি মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে আলোচনা, সমালোচনা চলছে ৷ তারই প্রেক্ষিতে শুভেন্দুর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ করলেন সৌগত ৷ তাঁর মতে, শুভেন্দু এমন মন্তব্য না করলেই পারতেন ৷

আরও পড়ুন: 'ডোন্ট টাচ মাই বডি' লেখা টি-শার্টে সাজলেন তৃণমূল কর্মীরা

এদিকে, টিটাগড়ে স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন শুভেন্দু ৷ সেই প্রসঙ্গে সৌগতর বক্তব্য হল, এভাবে চাইলেই কোনও কিছুতে এনআইএ তদন্ত করানো যায় না ৷ কোনও ঘটনায় জঙ্গি যোগের আশংকা থাকলে একমাত্র তবে এনআইএ-কে দিয়ে তদন্ত করানো যেতে পারে ৷ তাও অধিকাংশ ক্ষেত্রেই আদালতের হস্তক্ষেপে এনআইএ-কে সেই দায়িত্ব দেওয়া হয় ৷ তবে, টিটাগড়ের ঘটনা যে মোটেও অভিপ্রেত নয়, তা অস্বীকার করেননি সৌগত ৷ এমনকী, সেখানে যে বোমা মজুত করে রাখা হয়েছিল, তাও স্বীকার করে নিয়েছেন তিনি ৷ তবে, এই ঘটনায় সৌগতর যে পুলিশের তদন্তের উপরেই পূর্ণ আস্থা রয়েছে, সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷

শুভেন্দু অধিকারীর মন্তব্য মানতে পারছেন না সৌগত রায় ৷

এদিকে, নবান্ন অভিযানে জখম বিজেপি নেতা ও কর্মীদের দেখতে দিল্লি থেকে প্রতিনিধিদল এসেছে ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখারও দায়িত্ব দেওয়া হয়েছে সেই প্রতিনিধিদলের সদস্যদের উপর ৷ এই প্রসঙ্গে নির্দিষ্ট করে দু'টি প্রশ্ন তুলেছেন সৌগত ৷ তাঁর বক্তব্য, ওই দিন বিজেপি-এর নেতা ও কর্মীরাই বিশৃঙ্খলা করেছিলেন, তাহলে এখন তাঁরা নিজেরাই আহত হয়েছেন বলে দাবি করছেন কীভাবে ? দ্বিতীয়ত, বিজেপি-এর কেন্দ্রীয় প্রতিনিধিরা দলের নেতা, কর্মীদের দেখতে যাচ্ছেন ৷ অথচ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করছেন না ! এই বৈপরীত্য কেন, সেই প্রশ্নও তুলেছেন সৌগত রায় ৷

প্রসঙ্গত, এদিন নিমতার একটি সর্বজনীয় শ্যামাপুজোর খুঁটিপুজো ছিল ৷ সেই অনুষ্ঠানে যোগ দিতেই পৌঁছন সাংসদ ৷ সঙ্গে ছিলেন রাজ্য়ের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ অন্য়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.