ETV Bharat / state

Panchayat Elections 2023: চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান, কবিতার ছন্দে আক্রমণ রুদ্রনীলের

author img

By

Published : Jul 2, 2023, 10:18 PM IST

Rudranil Ghosh Panchayat Elections campaign
রুদ্রনীল ঘোষ

রবিবার নির্বাচনী প্রচারে বনগাঁয় এসে কবিতাকে হাতিয়ার করলেন রুদ্রনীল ঘোষ ৷ কবিতার ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল নেতৃত্বকে বিঁধলেন তিনি ৷

কবিতার ছন্দে তৃণমূলকে আক্রমণ রুদ্রনীলের

বনগাঁ, 2 জুলাই: রবিবাসরীয় প্রচারে বনগাঁয় ঝড় তুললেন বিজেপির স্টার নেতা রুদ্রনীল ঘোষ । করলেন রোড শো । সেই রোড শো শেষে কবিতার ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন রুদ্রনীল । কবিতার ছন্দে তিনি বললেন, "টাপুর টুপুর বৃষ্টি পরে মনে এল টান, চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন করে আনচান ।"

পঞ্চায়েতের নির্বাচনী প্রচারের রবিবাসরীয় প্রচারে উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতে ভোট প্রচারে আসেন বিজেপির রাজ্য নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ । তাঁকে ফুল মালা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা । দলীয় প্রার্থীদের সমর্থনে এ দিন চাঁদা এলাকার থেকে গাড়াপোতা পর্যন্ত প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি । রোড শোয়ে রুদ্রনীলের সঙ্গে ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায়-সহ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক । প্রচার শেষে তৃণমূলকে কটাক্ষ করে এই বিজেপি নেতা বলেন, "চোর তাড়াতে বেড়িয়েছি সবাই মিলে । যাতে পশ্চিমবঙ্গে মানুষ অন্তত একটু শান্তিতে বউ বাচ্চা ও পরিবার নিয়ে বেঁচে থাকতে পারে ।"

Rudranil Ghosh Panchayat Elections campaign
বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের রোড শো

একই সঙ্গে তাঁর কথায়, পঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার টাকা ও বাকি যা যা প্রকল্পের টাকা পাঠাচ্ছে, তা চুরি হয়ে যাচ্ছে । তৃণমুলের পঞ্চায়েত দখল করছে, আর চুরি করছে । শুধু বিজেপির টাকা নয়, তৃণমূলের টাকাও তৃণমূল চুরি করে ৷ তা তৃণমূল ভালো করেই জানে । চোর মুক্ত পঞ্চায়েত গড়তে তাঁর এখানে আসা । তাঁরা টুকে প্রথম হতে চান না, ভালো ফলাফল করতে চান ।

আরও পড়ুন: ছাপ্পার জন্য তৃণমূল অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে, দাবি দিলীপের

তৃণমূলের প্রচার তালিকায় সায়নী ঘোষের নাম না থাকা প্রসঙ্গে রুদ্রনীল বলেন, "সায়নী ঘোষ তৃণমূলের সম্পদ, তাঁর প্রচার কেন বন্ধ করছে তা তৃণমূল জানে ! সারা পশ্চিমবঙ্গের মানুষও জানে ।" একই সঙ্গে তিনি বলেন," সায়নী-সহ যারা তৃণমূলের সম্পদ হওয়ার চেষ্টা করছেন তাদের বলব, চুরি জোচ্চুরিকে লালন করে, চুরি জোচ্চুরির সঙ্গে যুক্ত হয়ে বা চুরিকে প্রশ্রয় দিয়ে যতক্ষণ আপনি মাল লুঠ করবেন গরিব মানুষের, নিজের এবং দলেও জন্য চুরি করবেন ততখন আপনি তৃণমূলের সম্পদ । আর যেই ধরা পরে যাবেন আপনি দলের জন্য বিপদ, আর যদি বড় নেতার নাম বলে দেন তাহলে আপদ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.