ETV Bharat / state

Ritabrata Lost Temper: আপনি কি শুভেন্দু-দিলীপের প্রতিনিধি ? ইটিভি ভারতের প্রতিনিধির উপর মেজাজ হারালেন ঋতব্রত

author img

By

Published : May 31, 2023, 8:00 PM IST

Ritabrata Lost Temper ETV BHARAT
Ritabrata Lost Temper

শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিকদের পালটা শুভেন্দুর প্রতিনিধি বলে নিশানা তাঁর ৷

ইটিভি ভারতের প্রতিনিধির উপর মেজাজ হারালেন ঋতব্রত

বারাসত, 31 মে: সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি গ্রেফতার করার পরেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের ছবি পোস্ট করে শাসকদলকে নিশানা করেছেন ৷ সেখানে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সংস্থার ডিরেক্টর পদে রয়েছে ৷ তা নিয়ে প্রশ্ন করতেই ইটিভি ভারতের প্রতিনিধির উপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ বারাসতে আইএনটিটিইউসি-র কর্মিসভায় যোগ দেওয়ার আগে তাঁর পালটা প্রশ্ন, ‘‘আপনি কি শুভেন্দু অধিকারীর লোক ? তখন থেকে শুভেন্দু অধিকারীর বাইরে বেরোতে পারছেন না ৷’’

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি ৷ যা নিয়ে শুভেন্দু রাতেই টুইটারে, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর বোর্ডের সদস্যদের নাম তুলে ধরে একটি ছবি পোস্ট করেন ৷ সেই পোস্টের নিশানায় ছিলেন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ সকালে দিলীপ ঘোষও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে নিশানা করে বলেন, ‘‘কাকু ও জ্যেঠুর পর এবার পিসির সময় আসছে ৷ লাইনে ভাইপোও আছে ৷’’

এ নিয়ে আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উনি (শুভেন্দু) তো বিধানসভায় দাঁড়িয়ে বলে দেন, এর বাড়িতে সিবিআই যাবে ৷ ওর বাড়িতে ইডি যাবে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পর্কে ওনার করা মন্তব্য আমরা আগেও শুনেছি ৷ এখনও শুনছি ৷ বাংলার মানুষ সব দেখছে ৷ রাজ্যের মানুষ তৃণমূলের পাশে ছিল, আছে, থাকবে ৷ শুভেন্দু অধিকারীর কথার কোনও গুরুত্ব নেই বাংলার মানুষের কাছে নেই ৷’’

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন বাইরন, বিস্ফোরক দাবি দিলীপের

তবে, পর মুহূর্তেই ইটিভি ভারতের প্রতিনিধির উপর কার্যত ক্ষিপ্ত হয়ে যান ঋতব্রত ৷ তাঁর পালটা প্রশ্ন, ‘‘আমি জানি না আপনি কি শুভেন্দু এবং দিলীপের প্রতিনিধি হয়ে এখানে এসেছেন কি না ৷ অনবরত একই প্রশ্ন করে চলেছেন ৷ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের বাইরে আপনি বেরোতে পারছেন না ৷ আপনি ব‍্যস্ত থাকুন শুভেন্দু-দিলীপ নিয়ে ৷ আর আমরা এখানে আলোচনা করব, শুভেন্দু অধিকারীদের কেন্দ্রের সরকার কীভাবে শ্রমিকদের আট ঘণ্টার কাজের সময়কে ইচ্ছে মতো বারো ঘণ্টা করে দিতে পারে, তা নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.