ETV Bharat / state

Rathin Ghosh : খড়দার উপনির্বাচনে বুথজ্যাম নিয়ে বিজেপির অভিযোগ ওড়ালেন খাদ্যমন্ত্রী

author img

By

Published : Oct 30, 2021, 5:58 PM IST

সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলেছেন খাদ্যমন্ত্রী। তাঁর কথায়, "উনি কি খড়দহের ভোটার? নাকি সিপিআইএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট? তাহলে খড়দহে কেন গিয়েছিলেন উনি।"

Rathin Ghosh
খড়দার উপ-নির্বাচনে বুথজ্যাম নিয়ে বিজেপির অভিয়োগ উড়ালেন খাদ্যমন্ত্রী

মধ্যমগ্রাম, 30 অক্টোবর : "নির্বাচনে হারার আগে বিলাপ করছেন খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তাই ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি।" খড়দা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জ্যামের যে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী জয় সাহা, সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

শনিবার তিনি বলেন,"তৃণমূল যদি বুথ জ্যাম করত,তাহলে প্রথম চার ঘণ্টায় ২৪ শতাংশ ভোট পড়ত না। ওরা জানে উপনির্বাচনে জিততে পারবে না। সেই কারণে অভিযোগ করতে হয় বলেই অভিযোগ করছে"। উল্লেখ্য, এদিন সকালে খড়দার যুগবেড়িয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী জয় সাহাকে। সেই সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে বুথ জ‍্যামের অভিযোগও তোলেন বিজেপি প্রার্থী।

এদিন নির্বাচন উপলক্ষে একটি উনুষ্ঠানের হল ভাড়া নিয়ে নির্বাচনী কন্ট্রোল রুম বানিয়েছিলেন তিনি। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে শলা-পরামর্শ করার পাশাপাশি খড়দা কেন্দ্রের ভোট শতাংশের উপর নজর রাখেন তিনি ৷ প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন দলীয় কর্মীদের ৷

খড়দার উপ-নির্বাচনে বুথজ্যাম নিয়ে বিজেপির অভিযোগ ওড়ালেন খাদ্যমন্ত্রী

আরও পড়ুন : Partha Chatterjee : ত্রিপুরায় ওরা দুয়ারে গুন্ডা আনছে, আমরা সরকার আনব, বিপ্লব দেবকে আক্রমণ পার্থর

এদিন তিনি পাল্টা অভিযোগ করেন, একাধিক গাড়ির কনভয় নিয়ে সাধরণ মানুষের ভোটদানে খড়দহের বিজেপি প্রার্থী বাধা সৃষ্টি করেছেন ৷ প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়েও বেশ কিছু প্রশ্ন তুলেছেন খাদ্যমন্ত্রী। তাঁর কথায়,"উনি কি খড়দার ভোটার? নাকি সিপিআইএম প্রার্থীর নির্বাচনী এজেন্ট? তাহলে খড়দায় কেন গিয়েছিলেন উনি ৷" খড়দা কেন্দ্রের উপনির্বাচনে এবার বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে। তাঁকে খড়দা বিধানসভার বিলকান্দা ২ নম্বর পঞ্চায়েত এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল দলের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.