ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল ! স্বাস্থ্যসাথী কার্ডকে গুরুত্ব দিল না বেসরকারি হাসপাতাল

author img

By

Published : Feb 7, 2021, 4:43 PM IST

অভিযোগ, হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও তার সুবিধা দিতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ । রোগীর পরিবারের হাতে 1 লাখ 75 হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয় ।

স্বাস্থ্য সাথী কার্ড
স্বাস্থ্য সাথী কার্ড

বেলঘরিয়া, 7 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার । স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিল না বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতাল ৷ রোগীকে বাড়িতে ফেরত নিয়ে যেতে পরিবারকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এই মর্মে রোগীর পরিবারের তরফে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

29 জানুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে ভরতি হন ছায়ারানি ঘোষ । অবস্থা গুরুতর হওয়ায় পয়লা ফেব্রুয়ারি তাঁকে বেলঘরিয়ার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় । অভিযোগ, হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও তা মানতে রাজি হয়নি কর্তৃপক্ষ । রোগীর পরিবারের হাতে 1 লাখ 75 হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয় । এর মধ্যে তিরিশ হাজার টাকা হাসপাতালকে দেয় রোগীর পরিবার ৷ অভিযোগ, পুরো টাকা দিতে না পারায় গুরুতর অবস্থায় থাকা রোগীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় ৷ এমনকী রোগীর সঙ্গে দেখা করতেও দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল ! স্বাস্থ্যসাথী কার্ডকে গুরুত্ব দিল না বেসরকারি হাসপাতাল

আরও পড়ুন : উত্তরপাড়া থেকে দাঁড়াক, গোবর জলে ধুয়ে দেব ; প্রবীর ঘোষালকে কটাক্ষ কল্যাণের

শেষমেশ বেলঘরিয়া থানায় অভিযোগ করেন ছায়ারানি ঘোষের ছেলে দিলীপ ঘোষ । কিন্তু তাতেও কাজ হয়নি ৷ হাসপাতালে গেলেই ছায়ারানির ছেলেদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা বলেছেন, "এই ঘটনা দুঃখজনক ৷ আমরা ঘটনার খোঁজ নিয়ে দেখব ৷ যদি সত্যিই স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে থাকে তাহলে প্রশাসনের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.