ETV Bharat / state

Covid Surge in Bengal : বাড়ছে সংক্রমণ, ফের কোভিড হেল্পলাইন নম্বর চালুর পরিকল্পনা উত্তর 24 পরগনা পুলিশের

author img

By

Published : Jan 7, 2022, 10:39 PM IST

Uttar 24 parganas Police News
জেলায় কোভিড সংক্রমণ ঠেকাতে ফের হেল্পলাইন নম্বর চালুর পরিকল্পনা রয়েছে উত্তর 24 পরগনা পুলিশের

রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ (West Bengal new COVID cases) ৷ তা সামাল দিতেই ফের কোভিড হেল্পলাইন নম্বর চালু করার পরিকল্পনা নিচ্ছে উত্তর 24 পরগনা জেলা পুলিশ ৷

বারাসত, 7 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ (Rising COVID cases in Bengal) । কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা জেলার পরিস্থিতিও ক্রমশ উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও । এই পরিস্থিতিতে সংক্রামিত রোগীদের পাশে দাঁড়াতে ফের কোভিড হেল্পলাইন নম্বর চালুর ভাবনায় বারাসত জেলা পুলিশ (North 24 Parganas police to start COVID Helpline) । প্রয়োজনে প্রশাসনিক উদ্যোগে বন্ধ হওয়া 'অ্যাপস'-চালুর পরিকল্পনাও রয়েছে । এমনই ইঙ্গিত দিলেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ।

পুলিশ সুপার বলেন, "করোনা নিয়ে পুলিশের তরফে সচেতনতা প্রচার চালানো হচ্ছে ৷ চলছে ধরপাকড়ও ৷ অন্যদিকে তেমনই সংক্রামিত রোগীদের পাশে দাঁড়াতে ফের কোভিড হেল্পলাইন নম্বর চালুর ভাবনাও রয়েছে আমাদের । এখনও পর্যন্ত সেই অর্থে অক্সিজেনের চাহিদা কিংবা সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়নি । পরিস্থিতি অনুযায়ী আমরা সবরকমের মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি । যদি কারোর অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে অক্সিজেন দিয়েও সাহায্য করা হবে পুলিশের তরফে । সেরকম হলে গতবারের মতো আলাদা অক্সিজেন হেল্পলাইন নম্বরও চালু করা হতে পারে ৷"

জেলায় কোভিড সংক্রমণ ঠেকাতে ফের হেল্পলাইন নম্বর চালুর পরিকল্পনা রয়েছে উত্তর 24 পরগনা পুলিশের

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত বারাসত পুলিশ জেলার অভ্যন্তরে 6টি মাইক্রো কনটেইনমেন্ট জোন চিহ্নিত হয়েছে । পরবর্তীতে সেই সংখ্যা বাড়তেও পারে । বিধি ভাঙার অভিযোগে গতকাল পর্যন্ত আমরা মোট 106 জনকে গ্রেফতার করেছি । সেই সঙ্গে সরকারি নির্দেশ মেনে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে ফুড প্যাকেট তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছি আমরা । তাঁদের যেকোন প্রয়োজনে সর্বদা পাশে রয়েছে পুলিশ প্রশাসন ৷"

আরও পড়ুন : Corona Update in Bengal : বাংলায় করোনার বাড়বাড়ন্ত, সংক্রমণ ছাড়াল 18 হাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.