ETV Bharat / state

বারাসতে ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের

author img

By

Published : May 10, 2020, 12:46 PM IST

রেড জো়ন বারাসতে নজরদারি আরও বাড়াতে ড্রোনের সাহায্য নিল পুলিশ । আইন ভাঙায় গ্রেপ্তার করা হল কয়েকজনকে ।

ছবি
ছবি

বারাসত, 10 মে : বারাসতে নজরদারিতে আরও কড়াকড়ি করল পুলিশ । এজন্য সাহায্য নেওয়া হল ড্রোনের । গতকাল দুপুরে বারাসতের জনবহুল চাঁপাডালি ও কলোনি মোড়ের লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখা হয় ড্রোনের সাহায্যে । মূলত, চাঁপাডালির যশোর রোড, টাকি রোড ও কলোনি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে লকডাউন অমান্য করা হচ্ছে কি না তা ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ করেন পুলিশকর্মীরা । ইতিমধ্যে লকডাউন ভাঙার অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে । কিন্তু, তারপরও হুঁশ ফেরেনি কিছু মানুষের । ক্রমাগত বাড়ছিল লকডাউন ভাঙার প্রবণতা । সেইসব জায়গায় ড্রোন উড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখল বারাসত থানার পুলিশ । অকারণে বাইরে বেরোনোয় গতকাল গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে । তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

কোরোনায় আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনাকে ইতিমধ্যেই হটস্পট অর্থাৎ রেড জো়ন হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার । বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন 14 দিনের মধ্যে রেড জো়ন উত্তর ২৪ পরগনাকে গ্রিন জো়নে নিয়ে আসতে হবে । কিন্তু, সেই সময়সীমার মধ্যেও গ্রিন জো়নে আনা সম্ভব হয়নি জেলাকে । উলটে কোরোনা সংক্রমণ বাড়ায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা বেড়েই চলেছে । যার প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে কোথাও একটা প্রশ্ন উঠছিল । পুলিশের তরফে নজরদারি ও নাকা চেকিং চলছিল ঠিকই, কিন্তু সেই সঙ্গে বাড়ছিল লকডাউন অমান্য করার ঘটনাও । কোথাও যেন রাশ টানা যাচ্ছিল না আইন ভাঙার ঘটনায় । সেই পরিস্থিতির লাগাম টানতে শেষে ড্রোনের সাহায্য নেওয়া হল পুলিশের তরফে। গতকাল বারাসতের জনবহুল কয়েক কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ করা হয় ড্রোন উড়িয়ে । কোথাও লকডাউন অমান্য করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হয় ।

এবিষয়ে বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন," ড্রোনের সাহায্যে কয়েক কিলোমিটার এলাকার চিত্র একসঙ্গে পাওয়া যায় । সেইজন্য আমরা মাঝে মাঝেই ড্রোন উড়িয়ে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছি । এছাড়া, পাড়ার গলি ও মূল রাস্তাতেও প্রতিনিয়ত চলছে কড়া নজরদারি । যাতে কেউ লকডাউন অমান্য করতে না পারেন । ইতিমধ্যে আইন ভাঙার অভিযোগে আমরা কয়েকশো লোককে গ্রেপ্তার করেছি । লকডাউন ভাঙলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.