ETV Bharat / state

ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ, জামিন মিলল না ভিকি যাদব খুনে অভিযুক্ত পাপ্পুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 7:05 PM IST

Updated : Dec 27, 2023, 7:59 PM IST

ETV Bharat
পাপ্পু সিংয়ের পুলিশি হেফাজত

TMC worker murder case: পাপ্পু সিংয়ের জামিনের জন্য তৃণমূল কর্মী, সমর্থকরা মিছিল করে বিক্ষোভ দেখায় ব্যারাকপুর মহকুমা আদালতে ৷ তবে আজও আদালত ভিকি যাদব খুনে অভিযুক্ত পাপ্পুকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল ৷

আজ ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিংকে পেশ করা হয়

ব‍্যারাকপুর, 27 ডিসেম্বর: জামিনের পক্ষে জোরালো সওয়াল করেও মিলল না জামিন ৷ ফের পুলিশি হেফাজতে যেতে হল ভিকি যাদব খুনে ধৃত পাপ্পু সিং-কে ৷ তিনি সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ভাইপো ৷ তবে, এবার সাতদিনের জন্য তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ গিয়েছেন ব‍্যারাকপুর মহকুমা আদালতের বিচারক ৷

বুধবার পাপ্পু সিং-কে ফের ব‍্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ পুলিশের গাড়ি থেকে নামিয়ে আদালত কক্ষে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে দূর থেকেই প্রশ্ন করেন, তিনি কি চক্রান্তের শিকার ৷ এর উত্তরে পাপ্পু বলেন, "হ্যাঁ, আমি চক্রান্তের শিকার ৷" এর আগে অর্জুন সিং বিধায়ক সোমনাথ শ‍্যামের বিরুদ্ধে চক্রান্ত করে তাঁর ভাইপোকে ফাঁসানোর দাবি করেছেন ৷ পাপ্পু সাংবাদিকদের আরও বলেন, "যা হয়েছে সবটাই সোমনাথ শ‍্যামের নির্দেশে।"

এদিন সকাল থেকে আদালত চত্বরে ভিড় জমান অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ তৃণমূলের নেতা-কর্মীরা ৷ তাঁরা সাংসদ অর্জুন সিং এবং ভাইপো পাপ্পু সিংয়ের মিছিল করেন ৷ তৃণমূলের কর্মী, সমর্থকরা গলায় পাপ্পু সিংয়ের ছবি ঝুলিয়ে আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন আদালতের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল ৷ পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল র‍্যাফ, কমব‍্যাট ফোর্সও ৷ ক্ষোভ বিক্ষোভের মধ্যেই এদিন নিজেদের হেফাজতে পেয়ে পুলিশ পাপ্পু সিংকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বের করে নিয়ে যায় আদালত থেকে ৷ ভাইপোর জামিনের বিষয়টির তদারকি করতে এদিন ব‍্যারাকপুর মহকুমা আদালতে হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং ৷ তাই, পাপ্পুর জামিনের বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন সাংসদ ৷

এদিকে, তৃণমূলের রাজ‍্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আপাতত ব‍্যারাকপুরের সাংসদ জগদ্দলের বিধায়কের বিরুদ্ধে সরাসরি মুখ না খুললেও নাম না করে তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না অর্জুন সিং ৷ মঙ্গলবার রাতেও নাম না-করে সোমনাথ শ‍্যামের উদ্দেশ্যে তিনি বলেন, "কিছু কিছু মানুষ দলের ক্ষতি করার চেষ্টা করছে ৷ তাঁদের চিহ্নিত করে রাখবেন ৷"

গত 22 নভেম্বর বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী ভিকি যাদবের ৷ এই ঘটনার পর থেকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিংয়ের নাম উত্থাপন করেছেন ৷ তিনি সরাসরি দাবি করেন, ভিকি যাদব খুনের মাস্টারমাইন্ড পাপ্পু ৷ এমনকী তাঁর সাংসদ কাকার নির্দেশেই যে তিনি ভিকি-কে খুন করেছেন সেই অভিযোগও করেন শ‍্যাম ৷ এর পালটা অর্জুন সিং সোমনাথের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন ৷ এই পরিস্থিতিতে পুলিশ ভিকি যাদব খুনে গ্রেফতার অর্জুনের ভাইপো পাপ্পু সিংকে গ্রেফতার করে ৷ গ্রেফতারির পর গত শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷ আজ তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পেল পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ভিকি যাদব খুনে ধৃত পঙ্কজ সিংয়ের সঙ্গে বিধায়ক সোমনাথ শ‍্যামের ছবি ভাইরাল, আক্রমণ সাংসদ অর্জুনের
  2. জগদ্দলের বিধায়ক সোমনাথ শ‍্যামকে 'হরিদাস পাল' বলে কটাক্ষ অর্জুন সিংয়ের
  3. তৃণমূল কর্মী ভিকি খুনে গ্রেফতার অর্জুনের আত্মীয়, ফাঁসানোর দাবি ব্যারাকপুরের সাংসদের
Last Updated :Dec 27, 2023, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.