ETV Bharat / state

Gaighata News : বিবাহিত'র আগে 'অ' বসিয়ে কন্যাশ্রীর ফর্ম জমা ! সত্যি প্রকাশ করতেই পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর

author img

By

Published : May 18, 2022, 10:08 PM IST

Panchayat member House vandalized
কন্যাশ্রীর টাকা পেতে পঞ্চাতের সদস্যের বাড়িতে ভাঙচুর

উত্তর 24 পরগনার গাইঘাটা থানার দীঘা সুকান্ত পল্লী এলাকায় কন্যাশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল (Panchayat member House vandalized) । ধৃতদের নাম গৌরাঙ্গ দাস ও চৈতন্য দাস ।

গাইঘাটা , 18 মে : কন্যাশ্রী প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল এক যুবক ও তার দাদার বিরুদ্ধে (Panchayat member House vandalized)। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার দীঘা সুকান্ত পল্লী এলাকায় । এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ । ধৃতদের নাম গৌরাঙ্গ দাস ও চৈতন্য দাস ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা শ্যামলী বালা পাইকের কাছে মঙ্গলবার স্থানীয় গৌরাঙ্গ দাস ও তার স্ত্রী সুমনা রায় কন্যাশ্রীর ফর্ম জমা দেওয়ার জন্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে আসেন । সেখানে সুমনাকে 'অবিবাহিত' বলে উল্লেখ করতে বলেন তাঁরা । কিন্তু শ্যামলী দেবী তাঁদের কথা না শুনে সার্টিফিকেটে বিবাহিত উল্লেখ করেন । অভিযোগ, পঞ্চায়েত সদস্যার সেই সার্টিফিকেটে বিবাহিতর আগে 'অ' লিখে পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট নিয়ে স্কুলে জমা দেয় সুমনা । পরবর্তীতে স্কুল থেকে পঞ্চায়েত সদস্যার কাছে ফোন এলে পঞ্চায়েত সদস্যা স্কুলকে জানান, তিনি 'বিবাহিত' লিখে পাঠিয়েছিলেন, 'অবিবাহিত' লেখেননি ।

কন্যাশ্রীর টাকা পেতে পঞ্চাতের সদস্যের বাড়িতে ভাঙচুর

পঞ্চায়েত সদস্যার দাবি, এরপরেই সুমনা রায়ের পরিবার থেকে তাঁর স্বামীকে ফোনে হুমকি দেওয়া হয় ৷ মধ্যরাতে তাঁর বাড়ির দরজা ভাঙচুর করে গৌরাঙ্গ । খবর পেয়ে সকালেই শ্যামলী বাল পাইকের বাড়িতে যায় তৃণমূল নেতৃত্ব এবং গাইঘাটা থানার পুলিশ । শ্যামলীর অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করে পুলিশ । পঞ্চায়েত সদস্যা বলেন, "আমাকে অন্যায় কাজ করতে বলা হয়েছিল । কিন্তু আমি তা না করায় গৌরাঙ্গ আমার বাড়িতে ভাঙচুর করেছে । গৌরাঙ্গের দাদা চৈতন্য আমার স্বামীকে ফোন করে হুমকি দিয়েছে ।" তিনি আরও বলেন, "আমার স্বামী বাড়িতে থাকেন না । দু'জন মেয়ে আমরা বাড়িতে থাকি ৷ খুবই আতঙ্কে আছি । ওদের শাস্তি হওয়া দরকার । না হলে পরে আবার এমনটা করতে পারে ।"

আরও পড়ুন : স্বাস্থ্যসাথী প্রকল্পের 130 কোটি টাকা বকেয়া চেয়ে রাজ্যকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির

এই বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, "সার্টিফিকেট বিকৃত করে গৌরাঙ্গ দাস অন্যায় করেছে । আমরা প্রশাসনের কাছে আবেদন জানাব তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.