ETV Bharat / state

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিনে তাঁর আরোগ্য কামনা করে বড়মার মন্দিরে যজ্ঞ সেচমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 4:41 PM IST

জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নৈহাটির জাগ্রত বড়মার মন্দিরে পুজো দিলেন পার্থ ভৌমিক। করলেন যজ্ঞও । প্রার্থনা করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য ৷

Etv Bharat
Etv Bharat

অভিষেকের জন্মদিনে তাঁর আরোগ্য কামনা করে বড়মার মন্দিরে যজ্ঞ সেচমন্ত্রীর

নৈহাটি, 7 নভেম্বর: আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।সেই উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে নৈহাটির প্রসিদ্ধ বড়মার মন্দিরে পুজো দিলেন রাজ‍্যের সেচমন্ত্রী ও অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও শারীরিক সুস্থতা কামনা করে পুজো দেন তিনি।

অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার মধ‍্য রাতে বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল নৈহাটির জাগ্রত বড়মার মন্দিরে । সেই যজ্ঞে অংশগ্রহণ করেন মন্ত্রী পার্থ ভৌমিক থেকে শুরু করে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, স্থানীয় তৃণমূল সভাপতি সনৎ দে প্রমুখ । বেশ কিছুক্ষণ ধরে চলে পুজো এবং যজ্ঞানুষ্ঠান ।
যজ্ঞ শেষেই সেচমন্ত্রী ও নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, "সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ‍্যের অভিভাবক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বড়মার মন্দিরে পুজো দিয়েছি । যজ্ঞ করে মায়ের কাছে প্রার্থনাও করলাম তাঁরা যেন সুস্থ থাকেন ৷ পায়ে চোট পেয়ে এখনও অসুস্থ মুখ্যমন্ত্রী । তাঁর সুস্থতা এবং আরোগ্য কামনা করে পুজো দিলাম । সেই সঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে চোখের সমস্যা থেকে দ্রুত সুরাহা পান তারও প্রার্থনা করলাম বড়মার কাছে ।" শুধু নেতা-মন্ত্রী নয় গোটা রাজ‍্যের মানুষকে যেন শান্তিতে রাখে বড়মা"।

আরও পড়ুন: মমতা ও অভিষেকের ছবি ছাপানো বিলে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বুথ সভাপতি

যদিও এদিন রাজনৈতিক কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি সেচমন্ত্রী পার্থ ভৌমিক। বরং এনিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন,"যাঁরা ভগবানকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেন,আমি তাঁদের মধ্যে পড়িনা ।" আজই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৷ সোশাল মিডিয়ায় জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে একাধিক পোস্ট করেছেন তাঁর অনুরাগীরা ৷ দলের পক্ষ থেকেও তাঁর জন্মদিন পালনের কর্মসূচি চলছে ৷ এছাড়াও শহরের একাধিক জায়গায় অভিষেকের অনুগামীরাও কেক কেটে জন্মদিন পালন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.