ETV Bharat / state

Bye-Election : ভোটের প্রচারে বদ্ধ জায়গায় 200 ও খোলা জায়গায় 500 জনের বেশি নয়, বিধি লঙ্ঘিত হলেই পদক্ষেপ

author img

By

Published : Sep 29, 2021, 10:45 PM IST

Updated : Sep 29, 2021, 11:03 PM IST

খোলা জায়গায় সর্বোচ্চ 500 এবং বদ্ধ জায়গায় 200 জনের বেশি নিয়ে প্রচার করা যাবে না ৷ আর রাস্তায় প্রচারের ক্ষেত্রে 50 জনের বেশি প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন না ৷ তবে তারকা প্রচারের ক্ষেত্রে এক হাজার জনের ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন ৷ এদিন বারাসতে জেলাশাসকের দফতরে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । সেখানেই তিনি জানান নিয়মগুলি ৷

ভোটের প্রচারে বদ্ধ জায়গায় 200 এবং খোলা জায়গায় 500 জনের বেশি নয়
ভোটের প্রচারে বদ্ধ জায়গায় 200 এবং খোলা জায়গায় 500 জনের বেশি নয়

বারাসত, 29 সেপ্টেম্বর : পুজোর পরেই রাজ্যের বাকি চার কেন্দ্রে উপ-নির্বাচন হবে । 30 অক্টোবর খড়দা, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় উপনির্বাচন হতে চলেছে । ভোটের ফল ঘোষণা হবে 2 নভেম্বর ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণার আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা । সেখানে জিতেছিল তৃণমূল । তবে বর্তমানে খড়দা বিধায়ক শূন্য থাকার জন্য ফের উপ-নির্বাচনের ঘোষণা হয় সেখানে । খড়দা উপ-নির্বাচন নিয়ে বুধবার বিকেলে বারাসতে জেলাশাসকের দফতরে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা ।

সংবাদমাধ্যমের সামনে জেলাশাসক বলেন, "খড়দা বিধানসভায় ভোট হবে 30 অক্টোবর এবং ফল ঘোষণা হবে 2 নভেম্বর । মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে 1 অক্টোবর থেকে । চলবে 8 অক্টোবর পর্যন্ত । মনোনয়ন স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে 11 অক্টোবর । মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন 16 অক্টোবর ৷" তিনি আরও জানান, নির্বাচনী প্রচারের ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়েছে কমিশন । বদ্ধ জায়গায় সর্বোচ্চ 200 জনকে নিয়ে প্রচার সভা করা যাবে । খোলা জায়গার ক্ষেত্রে সেই সংখ্যাটি সর্বোচ্চ 500 ৷ তবে তারকা প্রচার হলে সংখ্যাটা সর্বোচ্চ এক হাজার জন হতে পারে । রাস্তায় সর্বোচ্চ 50 জনকে নিয়ে প্রচার করা যাবে । জাতীয় বা রাজ্যস্তরের স্বীকৃত রাজনৈতিক দলগুলি সর্বোচ্চ 20 জন তারকা প্রচারককে নিয়ে প্রচার করতে পারবে । পাশাপাশি, কোভিড গাইডলাইন মেনে রাজনৈতিক দলগুলিকে সমস্ত প্রচার করতে হবে । নির্বাচনের 72 ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে । করোনা পরিস্থিতিতে এবারও রোড শো, বাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে বলে জানান জেলাশাসক । নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া গাইডলাইন অমান্য করলে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক সুমিত গুপ্তা ।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খড়দা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2 লাখ 32 হাজার 348 । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1 লাখ 16 হাজার 144 জন এবং মহিলা ভোটার সংখ্যা 1 লাখ 16 হাজার 197 জন । তৃতীয় লিঙ্গের সংখ্যা 7 জন । এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা 323 । এর মধ্যে প্রধান বুথ রয়েছে 236 । সহযোগী বুথের সংখ্যা 87 । ভোটের কাজে নিযুক্ত কর্মীদের বেশির ভাগই দু'টি ভ্যাক্সিন হয়ে গিয়েছে ৷ ভোটারদের ক্ষেত্রেও ভ্যাক্সিনেশনের হার সন্তোষজনক । যে দু'টি পৌর এলাকা এবং চারটি পঞ্চায়েত এলাকা নিয়ে খড়দা বিধানসভা গঠিত সেখানে ইতিমধ্যে ভ্যাক্সিনেশনের প্রথম ডোজ প্রায় একশো শতাংশ হয়ে গিয়েছে বলে দাবি জেলা প্রশাসনের ।

এদিনের সাংবাদিক বৈঠকে এই সমস্ত বিষয়ও উঠে এলেও মহিলা বুথের সংখ্যা এবং ভোটে নিরাপত্তার বিষয়ে জেলাশাসক স্পষ্টভাবে কিছু জানাননি ৷ এই বিষয়গুলি সম্পর্কে পরে জানানো হবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Sukanta Majumdar : ছাপ্পাভোটের জন্য ভবানীপুরে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল, বিস্ফোরক সুকান্ত

Last Updated : Sep 29, 2021, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.