ETV Bharat / state

Baguiati Double Murder: সন্ধেয় বাগুইআটি থানায় এলেন নতুন আইসি

author img

By

Published : Sep 7, 2022, 10:59 PM IST

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে (Baguiati Double Murder) আইসি সাসপেন্ড হওয়ার পর (Baguiati Police Station) থানায় এলেন নতুন আইসি (IC)। এয়ারপোর্ট থানা থেকে তিনি এসেছেন বলে পুলিশ সূত্রের খবর। বাগুইআটির এই নতুন আইসি-র নাম শান্তনু সরকার। আর এয়ারপোর্ট থানার আইসি হিসাবে এখন দায়িত্ব পেলেন বিধান নগর গোয়েন্দা শাখায় থাকা সলিল কুমার মণ্ডল ৷

Baguiati Double Murder
বাগুইআটি থানায় এলেন নতুন আইসি

বাগুইআটি, 7 সেপ্টেম্বর: বাগুইআটি অপহরণ ও খুনের ঘটনা নিয়ে (Baguiati Double Murder) সরগরম রাজ্য থেকে রাজনীতি ৷ বাগুইআটি জোড়া খুন কাণ্ডে পরিবার থেকে রাজ্যের বিরোধী দলগুলি গাফিলতির অভিযোগ তুলেছে পুলিশ প্রশাসনের ওপর ৷ মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন সিআইডিকে খুনের তদন্ত করার জন্য ৷ অন্যদিকে, বুধবার 'সাসপেন্ড' করা হয়েছে বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ৷ সে জায়গায় এদিন রাতের মধ্যেই বাগুইআটি থানায় এলেন নতুন আইসি (New IC Appointment in Baguiati PS) ৷

এদিন রাত 9টা নাগাদ তিনি বিধান নগর কমিশনারেটের এক উচ্চ পদস্থ আধিকারিক্যাল নেতৃত্বে বাগুইআটি থানার দায়িত্ব নেন। এর আগে বাগুইআটি থানার আইসি ছিলেন কল্লোল ঘোষ। কিন্তু বাগুইআটিতে দুই ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। সঙ্গে সাসপেন্ড হয়েছেন এই ঘটনার আইও প্রীতম সিংহ।

বাগুইআটি থানা

আরও পড়ুন: খুনের পর ভাড়া করা গাড়ি ধুয়ে-মুছে সংস্থাকে ফিরিয়ে দেয় সত্যেন্দ্র !

ইতিমধ্যেই বাগুইআটি জোড়া রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত নেমেছে সিআইডি (CID)। বিধান নগর কমিশনারেটর থেকে এই ঘটনায় যাবতীয় কাগজপত্র ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিআইডি। বিকেলে সিআইডির আধিকারিকরা পরিদর্শনে গিয়েছেন জগৎপুর খাল ধারের বাসিন্দা অতনু দে-র বাড়িতে ৷ বেশ কিছুক্ষণ কথা বলেছেন পরিবারের সঙ্গে ৷ সেখান থেকে সোজা চলে গিয়েছেন থানায় ৷ যে গাড়িটি নিয়ে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং দুই কিশোরকে খুন করেছিল, সেই গাড়িটি দেখেন সিআইডি-র আধিকারিকরা। তারপর থানার ভিতরে যান ও কথা বলেন কর্তব্যরত পুলিশ অফিসারদের সঙ্গে। পাশাপাশি এদিন থানার দায়িত্ব নিয়েই নতুন আইসি প্রত্যেক অফিসারদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেন। পাশাপাশি বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.