ETV Bharat / state

TMC Joining : বনগাঁর যোগদান মেলায় তৃণমূলে এলেন সহস্রাধিক সমর্থক

author img

By

Published : Sep 8, 2021, 1:39 PM IST

বনগাঁয় ফের তৃণমূলে যোগদান
বনগাঁয় ফের তৃণমূলে যোগদান

বনগাঁয় ফের শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের ৷ ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় যোগদান মেলার ৷ সেখানেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাজারের বেশি কর্মী-সমর্থক তৃণমূলের এলেন ৷

গাইঘাটা, 8 সেপ্টেম্বর : সাংগঠনিক রদবদলের পর বনগাঁয় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে তৃণমূল । বাগদার বিধায়কের পর বনগাঁয় বিজেপিতে বড় ভাঙন ধরিয়েছিল ঘাসফুল শিবির । ফের গাইঘাটা থানা এলাকায় শক্তি বৃদ্ধি করল তারা । রীতিমতো আয়োজন করা হয় যোগদান মেলার ৷ সেখানেই অন্যান্য দল থেকে হাজারের বেশি কর্মী-সমর্থক যোগ দেন ঘাসফুল শিবিরে ৷

ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা পদাধিকারীদের সংবর্ধনা প্রদান ও যোগদান মেলার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় । এই যোগদান মেলায় তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার ও চেয়ারম্যান শঙ্কর দত্ত উপস্থিত ছিলেন । তাঁদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অন্যান্য দল থেকে আসা প্রায় এক হাজার কর্মী-সমর্থক ।

বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের বিজয় রথ ছুটলেও বনগাঁ এসে থমকে যায় সেই রথের চাকা । তারপর থেকেই বনগাঁ বিধানসভা উদ্ধারে মরিয়া চেষ্টায় শুরু করেছে তৃণমূল কংগ্রেস । বনগাঁর পাঁচটি বিধানসভা নিয়ে বানানো হয় বনগাঁ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা । বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই জেলায় । পুরানো কর্মীদের অভিমান ভাঙিয়ে দলের মূল স্রোতে আনতে উদ্যোগী হয় জেলা তৃণমূল কংগ্রেস । পাশাপাশি অন্য দলে চলে যাওয়া কর্মী-সমর্থকদের ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা শুরু করেছেন তাঁরা । তারই ফলস্বরূপ মাঝে-মধ্যেই তৃণমূলের যোগদান মেলা দেখা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের ।

বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে অজিত বিশ্বাস বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি । বিজেপি ক্ষমতায় থেকে কোনও কাজ করছে না । সাধারণ মানুষকে শুধু অজুহাত দেখায় । অজুহাত দিলে তো হবে না, কর্ম করতে হবে । আমরা সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।

বনগাঁয় আগামীতে বড় চমকের কথা জানালেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার

তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার বলেন, "বিজেপির নেতারা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন ৷ সেই কারণে ভাল লোক বিজেপিতে আর থাকতে চাইছেন না । দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন । আজ 1 হাজার 150 জন কর্মী নানা দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন । আগামীতে আরও বড় চমক রয়েছে ।"

এনিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের প্রতিক্রিয়া, "সক্রিয়ভাবে যাঁরা বিজেপি করেন, তাঁরা কেউ যায়নি । লোকসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে ভেবে যাঁরা এসেছিলেন, দলে এসে দলের ক্ষতি করছিলেন, তাঁরা চলে গিয়েছেন । এগারোশো নয়, দশ-এগারো জন যোগদান করেছেন । দু'টো শূন্য বাড়িয়ে দিয়েছে ।"

আরও পড়ুন : BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.