ETV Bharat / state

পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত চিরঞ্জিতের

author img

By

Published : Jun 20, 2021, 5:57 PM IST

MLA Chiranjit Chakraborty criticized MP John Barlas demand for a separate North Bengal in barasat north 24 pargana
পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের

আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার পৃথক উত্তরবঙ্গের দাবিকে কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ একে বিজেপির বিভাজনের রাজনীতির বহিঃপ্রকাশ বলে সমালোচনা করেছেন তিনি ৷ সেইসঙ্গে রাজ্যের প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকারও সমালোচনা করেছেন চিরঞ্জিৎ ৷

বারাসত, 20 জুন : বিভাজনের রাজনীতি ছাড়া বিজেপি চলতে পারে না । ওদের নীতিই হল বিভাজন করা । পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হওয়া বিজেপি সাংসদ জন বারলাকে এভাবেই জবাব দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ তাঁর কথায়, বিজেপির নীতিতেই জন বারলা রাজ্যে বিভাজন করার চেষ্টা করছেন । রবিবার বারাসতে দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে হাজির ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । সেখানেই পৃথক উত্তরবঙ্গের দাবি প্রসঙ্গে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন তিনি ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ৷ এ নিয়ে গতকাল ফের একবার তিনি বলেছেন, পৃথক উত্তরবঙ্গে দাবিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন ৷ তাঁর এই মন্তব্যের পর, ফের একবার পৃথক গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দিতে শুরু করেছে ৷

এই প্রসঙ্গেই আজ আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপির সমালোচনা করেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘ওরা যেটা চায়, সেটাই করতে চাইছে । আমাদের এখানে ওরা তো সবসময় বিভাজনের রাজনীতিই করে এসেছে । এখন আবার উত্তরবঙ্গে সরাসরি আলাদা রাজ্যের দাবি তুলছে । আসলে এসব ইস্যুকে আঁকড়ে ধরে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে । ভাবছে বিভাজন করে দলে কয়েকজনকে এনে ফায়দা তোলা যাবে । যা মতুয়াদের ক্ষেত্রেও ওরা করার চেষ্টা করেছিল । কিন্তু কোনও লাভ হবে না । এসব দাবি তোলার অর্থ হল রাজ্যে বিভাজন করা ৷’’

পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের

আরও পড়ুন : জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকারও সমালোচনা করেন বারাসতের তৃণমূল বিধায়ক । নাম না করে তিনি বলেন, ‘‘উনি রাজ্যপাল নন তো ! পদ্মপাল । সবাই তাঁকে এই নামেই চেনেন । যেহেতু কেন্দ্রীয় সরকার বাংলার মেধা এবং সংস্কৃতির সঙ্গে পেরে উঠতে পারছে না ৷ তাই ওদের লোক হিসেবে রাজ্যপালকে নিয়োগ করে মনের জ্বালা মেটাতে চাইছে ৷’’ বাংলাভাষী মানুষের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার সবসময় চেষ্টা করছে বলে এদিন অভিযোগ করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী । আর রাজ্যপালের নিয়োগ তার ব্যতিক্রম নয় বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.