ETV Bharat / state

Fire in Phenyl Factory: দত্তপুকুরে ফিনাইল তৈরির কারখানায় আগুন, আতঙ্কে এলাকাবাসী

author img

By

Published : Aug 11, 2023, 2:20 PM IST

Updated : Aug 11, 2023, 2:33 PM IST

উত্তর 24 পরগনার দত্তপুকুরে ঘন জনবসতিপূর্ণ এলাকায় ফিনাইল কারখানা ৷ তাতে আগুন ধরল আজ ভোরে ৷ ঘটনাস্থলে পৌঁছয় 4টি দমকল ইঞ্জিন ৷

ETV Bharat
দত্তপুকুরে ফিনাইল কারখানায় আগুন

উত্তর 24 পরগনার দত্তপুকুরে ফিনাইল কারখানায় ভয়াবহ আগুন

দত্তপুকুর, 11 অগস্ট: ভয়াবহ আগুন ফিনাইল তৈরির কারখানায় ৷ শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বারাসাত ব্লক ওয়ান দত্তপুকুর সারদা পল্লিপালপাড়ায় ৷ এখানে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে অবস্থিত একটি ফিনাইল কারখানায় আগুন লাগে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় 4 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর তিনটে নাগাদ আগুন লাগে ৷ কারও হতাহত হওয়ারবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷

সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর সারদাপল্লি জনবহুল এলাকা ৷ এখানে পালপাড়ার মাঝখানে গড়ে উঠেছে ফিনাইল তৈরির কারখানাটি ৷ স্থানীয় গণেশ পাল বলেন, "ভোর চারটে নাগাদ খবর পাই ৷ এর আগেও আগুন লেগেছে ৷" আগুন লাগার খবর পাওয়া মাত্র তিনি এলাকার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে তোলেন ৷ দমকল বাহিনী না-আসা পর্যন্ত স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে, জলেও আগুন লেগে যাচ্ছিল ৷

গণেশ পাল জানান, দত্তপুকুরে কোনও দমকল স্টেশন নেই ৷ আগুন লাগার খবর জানিয়ে প্রথমে বারাসত থানায় ফোন করা হয়েছিল ৷ এরপর অশোকনগর এবং তারপর দত্তপুকুর থানায় ফোন করা হয় ৷ পুলিশ প্রশাসন বারাসাত ফায়ার ব্রিগেডে কন্ট্রোল রুমে ফোন করে ৷ চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷

এই ফিনাইল কারখানাটি নিয়ে আপত্তি জানিয়েছে এলাকাবাসী ৷ এই কারখানার কাছে একটি পুকুর আছে ৷ ফিনাইল কারখানার বিষাক্ত জল পুকুরে পড়ে এবং তাতে মাছেদের ক্ষতি হয় ৷ অনেক সময় মরা মাছ ভেসে ওঠে বলে জানা গিয়েছে ৷ এছাড়া, আশেপাশে অনেক বাড়ি গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে ৷ তাই এই আগুন থেকে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে বললেও কেউ কর্ণপাত করেনি ৷

আরও পড়ুন: এনটি ওয়ান স্টুডিয়োতে আগুন, রেহাই পেল উত্তমের সংগ্রহশালা

দমকল আধিকারিক জানান, কী থেকে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয় ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও সঠিক বলতে না পারলেও অনুমান, 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে ৷ দত্তপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Aug 11, 2023, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.