ETV Bharat / state

Fire in Salt Lake: বিধ্বংসী অগ্নিকাণ্ড সল্টলেকের বস্তিতে, পুড়ে ছাই বহু ঝুপড়ি

author img

By

Published : Apr 23, 2023, 11:07 PM IST

রবিবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ বিধ্বংসী আগুন লাগে সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকা লাগোয়া এক বস্তিতে ৷ এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে বহু ঝুপড়ি ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

ETV Bharat
প্রতীকী ছবি

বিধাননগর, 23 এপ্রিল : রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকা লাগোয়া এক বস্তিতে ৷ আগুনের তীব্রতা ও তার ব্যাপ্তি এমন পর্যায়ে পৌঁছয় যে তা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন ৷ যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ এদিন সন্ধ্যে 7টা 40 মিনিট নাগাদ ফাল্গুনী বাজার এলাকায় ওই আগুন লাগে ৷ মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িতে ৷ প্রায় পাঁচশোর মতো মানুষের বাস ওই বস্তিতে ৷

ঘটনার খবর পেয়েই এদিন এলাকায় যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ৷ দমকলের 10টি ইঞ্জিন কাজ করলেও ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা পড়েও আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি বলে খবর ৷ আগুন নেভাতে এদিন হিমশিম খেতে হয় দমকল কর্মীদের ৷ আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের ৷ এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না-মিললেও, বহু ঝুপড়ি পুড়ে গিয়েছে ৷ সংখ্যাটা প্রায় একশোর কাছাকাছি বলে স্থানীয়দের দাবি ৷

তবে কী করে এদিন এই ভয়াবহ আগুন লাগল ওই বস্তিতে তা জানা জায়নি ৷ তবে এলাকাবাসীর দাবি, আগুন লাগার পর বেশকিছু গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের শব্দ তাঁদের কানে এসেছে ৷ আগুনের গ্রাস থেকে বাঁচতে বেশকিছু গ্যাস সিলিন্ডার দূরে সরিয়ে নিয়ে আসেন এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা ৷

আরও পড়ুন: নদীতে স্নানে নেমে সাগরদিঘিতে তলিয়ে মৃত্যু নাবালিকার, নিখোঁজ এক

দমকলকর্মীরা জানিয়েছেন, এলাকায় ঢুকতে তাদের বেগ পেতে হয়েছে ৷ তবে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব না হলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান দমকলকর্মীরা ৷ কী করে আগুন লাগল এদিন, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ ৷ এদিন এলাকায় যান দমকল মন্ত্রী সুজি বসু ৷ তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্থদের সরকারের তরফে সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি ৷ ঘটনায় গৃহহীনদের মধ্যে অনিশ্চয়তা নেমে এসেছে ৷ মাথা গোঁজার সামান্য আশ্রয়টুকুও এভাবে পুড়ে যাওয়ায় এদিন হাহাকার করতে দেখা যায় ক্ষতিগ্রস্থদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.