ETV Bharat / state

Madan Mitra Criticises Suvendu: পণ করেছি কোনও পাপিষ্ঠর নাম নেব না, শুভেন্দুকে কটাক্ষ মদনের

author img

By

Published : Jan 9, 2023, 9:03 PM IST

Madan Mitra Criticises Suvendu ETV BHARAT
Madan Mitra Criticises Suvendu ETV BHARAT

দিদির দূত প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে পাপি বলে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra Criticises Suvendu Adhikari As Sinner) ৷ তবে, বিরোধী দলনেতার নাম মুখে আনবেন না বলে পণ করেছেন কামারহাটির বিধায়ক ৷

শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে নিশানা মদনের

কামারহাটি, 9 জানুয়ারি: শুভেন্দু অধিকারীকে পাপিষ্ঠ বলে কটাক্ষ করলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra Criticises Suvendu Adhikari As Sinner) ৷ কামারহাটিতে ‘দিদির সুরক্ষা কবচ’-(Didir Suraksha Kavach) এর প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারীকে এভাবেই নিশানা করলেন তিনি ৷ প্রসঙ্গত, গত কয়েকদিনে দুর্নীতি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারেবারে নিশানা করছেন শুভেন্দু ৷ এমনকি ‘দিদির দূত’ কর্মসূচিকেও বিকৃত করার অভিযোগ উঠেছে ৷ সেই নিয়ে মদনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’

প্রসঙ্গত, এদিন কামারহাটি বিধানসভায় ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র ৷ সেখানেই তৃণমূলের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বোঝান তিনি ৷ এমনকি এও জানান, সরকারি প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন থাকলে ‘দিদির সুরক্ষা কবচ’ অ্যাপ থেকে সেই সম্পর্কে সব তথ্য জেনে নিতে পারবেন সাধারণ মানুষ ৷ এখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তবে কী শুভেন্দু অধিকারীকেও ওই অ্যাপ থেকে সরকারি সব কাজের খতিয়ান নেওয়ার পরামর্শ দেবেন তিনি ?

এর জবাবে, পাপিষ্ঠ বলে নিশানা করেন মদন মিত্র ৷ বলেন, ‘‘আজ আমি কৃষ্ণ নাম নেব ৷ আমি আজ কোন পাপি, নরাধমের নাম নেব না ৷ যাতে না আমার দিনটা নষ্ট হয়ে যায় ৷’’ এমনকি শুভেন্দু অধিকারীর নাম সমাজে উল্লেখ করার মতো নয় বলে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক ৷ পাশাপাশি, দুর্নীতির ইস্যুতে পালটা শুভেন্দুকে চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি ৷ দাবি করেছেন, শুভেন্দুর মতো তিনিও সময় এলে ডেটলাইন দেবে ৷ সেই ডেটলাইনে শুভেন্দুর সব কালো টাকা কোথায় এবং কার কাছে আছে তার হদিশ দেবেন মদন মিত্র ৷

আরও পড়ুন: দূত দেবাশিস, পার্থর কেন্দ্রে শুরু 'দিদির সুরক্ষা কবচ'

পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিয়ে মদন মিত্র বলেন, পশ্চিমবঙ্গে এমন ঘটনা ঘটেনি (যদিও, গতকাল বীরভূম ও আজকে হুগলি ও বর্ধমানের মাঝে পশ্চিমবঙ্গের সীমানায় বন্দে ভারতের উপরে হামলা হয়েছে) ৷ এ নিয়ে রেলের সুরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মদনের কটাক্ষ, দেশের ভিতরের পাথরের ছাপ বের করতে কেন ব্যর্থ কেন্দ্র !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.