ETV Bharat / state

Left-BJP Alliance: হাত মেলাল রাম-বাম, মরিচা পঞ্চায়েতে ক্ষমতা হারাল তৃণমূল

author img

By

Published : Aug 13, 2023, 5:43 PM IST

Panchayat Board Formation: তৃণমূলকে রুখতে হাত মেলাল রাম ও বাম ৷ উত্তর 24 পরগনার মরিচা গ্রাম পঞ্চায়েত দখল করল বাম ও বিজেপির জোট ৷

Panchayat Board Formation
হাত মেলাল রাম-বাম

হাত মেলাল রাম-বাম

আমডাঙা, 13 অগস্ট: জল্পনাই সত্যি হল ! তৃণমূলকে রুখতে শেষ পর্যন্ত রাম-বাম জোটের সমর্থনে বোর্ড গঠিত হল আমডাঙার মরিচা পঞ্চায়েতে । ভোটাভুটিতে বাম ও বিজেপি জোটের কাছে হেরে পঞ্চায়েত থেকে ক্ষমতাচ‍্যুত হতে হল শাসকদলকে । প্রধান হলেন বিজেপির সঞ্জীব ওরাং । আর উপপ্রধানের পদ পেয়েছেন সিপিএমের বাসন্তী হেমব্রম । শাসকদলের হাত থেকে মরিচা পঞ্চায়েত রাম-বাম জোটের দখলে আসতেই লাল-গেরুয়া রঙে একাকার হয়ে যায় পঞ্চায়েত চত্বর । আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাম-বিজেপির কর্মী সমর্থকরা ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় উত্তর 24 পরগনা জেলাজুড়ে । অস্বস্তির মুখে পড়ে দায় এড়ানোর চেষ্টা করেন জেলা সিপিএম নেতৃত্ব । যদিও হাতে গরম ইস্যু পেয়ে সিপিএম এবং বিজেপি দু'দলের বিরুদ্ধেই সুর চড়িয়েছে শাসক শিবির । তাতে অবশ্য আমল দিতে নারাজ গেরুয়া শিবির । মানুষ চেয়েছে বলেই এই জোট হয়েছে বলে সাফাই দিয়েছে তারা ।

উত্তর 24 পরগনার 199টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এ বার প্রায় এক-তৃতীয়াংশ পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসকদল । তা সত্ত্বেও বেশকিছু পঞ্চায়েতের বোর্ড হাতছাড়া হয়েছে তৃণমূলের । এর পিছনে কারণ হিসেবে যেমন তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, তেমনই রয়েছে শাসকদলকে রুখতে বিরোধী শিবিরের এককাট্টা হওয়া । তবে,আমডাঙার মরিচা পঞ্চায়েতের পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা । কারণ এখানে কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি । ত্রিশঙ্কু অবস্থায় ছিল এই পঞ্চায়েত ।

24 আসন বিশিষ্ট মরিচা পঞ্চায়েতে আসনের নিরিখে অন‍্য রাজনৈতিক দলের থেকে কিছুটা হলেও এগিয়ে ছিল শাসকদল । সেখানে তাদের আসন সংখ্যা 10 । ঠিক এর পিছনেই 7টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি । বাকি সাতটি আসনের মধ্যে সিপিএম পেয়েছিল 4টি আসন । ফরওয়ার্ড ব্লক 2টি আর বাম সমর্থিত নির্দল একটি আসন । অর্থাৎ বৃহত্তর দল হিসেবে তৃণমূলই এগিয়ে ছিল এই পঞ্চায়েতের বোর্ড গঠন করার ক্ষেত্রে । কিন্তু সব অঙ্কই ভেস্তে যায় রাম-বাম জোট হওয়ার ফলে ।

আরও পড়ুন: পরাজিত হতেই দুঃখে 'শূন্যে গুলি', কদম্বগাছি পঞ্চায়েত বোর্ড গঠনে বিচিত্র ঘটনা

তৃণমূলকে রুখতে এ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল আমডাঙার মরিচা অঞ্চলে । সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল ৷ বাম-বিজেপি মরিচা পঞ্চায়েতে হাতে হাত মিলিয়ে বোর্ড গঠন করল । এই বিষয়ে বিজেপির ব‍্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অরিন্দম দে বলেন,"আমডাঙা ব্লকের আটটি পঞ্চায়েতের মধ্যে একমাত্র মরিচা পঞ্চায়েতেই সুষ্ঠু নির্বাচন হয়েছে । বাকিগুলিতে ছাপ্পা,গায়ের জোরে ক্ষমতা দখল করেছে তৃণমূল । শাসকদলের দুর্নীতি এবং অপশাসন রুখতে মানুষ চেয়েছিল এখানে রাম-বাম জোট করে বোর্ড গঠন করুক । সেটাই হয়েছে । মানুষ চেয়েছে বলেই বিজেপি হাত বাড়িয়েছে বামেদের দিকে । মরিচা পঞ্চায়েতে দুর্নীতিমুক্ত বোর্ড উপহার দেব আমরা ৷"

এ দিকে, এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে লাল ঝান্ডা শিবিরের । অস্বস্তির মুখে পড়ে সাফাই দিয়েছেন সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান । তিনি বলেন,"বিষয়টি আমাদের নজরে এসেছে । যাঁরাই এই অনৈতিক ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে দল যথাযথ পদক্ষেপ করবে । তৃণমূল এবং বিজেপি উভয়ই আমাদের রাজনৈতিক শত্রু । সেই কারণেই আমরা এই দুই দল থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি । তা সত্ত্বেও বিজেপিকে কেন সমর্থন করা হল তা খতিয়ে দেখা হচ্ছে । এটা একেবারেই কাম‍্য নয় ৷"

অন‍্যদিকে, রাম-বাম জোটকে কটাক্ষ করে মরিচা পঞ্চায়েতের তৃণমূলের দলনেতা ইসলাম মণ্ডল বলেন, "বিধানসভা ভোটে বামেরা আইএসএফ-এর মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করে শূন্য পেয়েছে । এখানেও বামেরা সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করেছে । আগামী নির্বাচনেও এখানে ওরা শূন্য পাবে । মানুষ এই অনৈতিক জোটকে কোনও ভাবেই মেনে নেবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.