ETV Bharat / state

Barasat District Court: টানা 9 দিন চলছে আইনজীবীদের কর্মবিরতি, বারাসত জেলা আদালতে থমকে কাজ

author img

By

Published : Jul 14, 2022, 8:07 PM IST

টানা 9 দিন ধরে বারাসত জেলা আদালতে চলছে আইনজীবীদের কর্মবিরতি । এর জেরে থমকে আদালতের স্বাভাবিক কাজকর্ম । সমস্যার মুখে পড়েছেন বিচার প্রার্থীরা (Lawyers have been on Strike in Barasat District Court)।

Barasat District Court News
বারাসত জেলা আদালতে আইনজীবীদের কর্মবিরতি

বারাসত, 14 জুলাই: বারাসত আদালতে কর্মবিরতি চলায় এই 9 দিনে কোনও আসামিকে আদালত কক্ষে নিয়ে আসা সম্ভব হয়নি । ফলে মামলার শুনানিও হয়নি বিচারকের এজলাসে (Lawyers have been on Strike in Barasat District Court)। যদিও আন্দোলনরত আইনজীবীদের বলছেন, বিচার প্রার্থীদের দাবিদাওয়া নিয়েই তাঁদের এই কর্মবিরতি । ফলে সাময়িক অসুবিধে হলেও বৃহত্তর স্বার্থে আগামিদিনে লাভবান হবেন আদালতের বিচার প্রার্থীরাই ৷

জেলা আদালতের পরিকাঠামোর উন্নয়ন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে 6 জুলাই থেকে কর্মবিরতি শুরু হয়েছে বারাসত আদালতে । মূলত জেলা বার অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে চলা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন আদালতের প্রায় সমস্ত আইনজীবীই । তাঁদের আন্দোলনে নৈতিক সমর্থন রয়েছে জেলা আদালতের ল'ক্লার্কদেরও । সেই আন্দোলন বৃহস্পতিবার টানা 9 দিনে পড়ল ।

আরও পড়ুন : অশোকনগরে চেক জালিয়াতিতে এবার জালে ব্যাঙ্ককর্মী-সহ 2

এদিন আদালত চত্বরে গিয়ে দেখা গেল, জেলা আদালতের মূল গেট আটকে বসে রয়েছেন আইনজীবীদের একাংশ । আদালতের ভিতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । মূল গেট-সহ আদালতের দুটি গেটই বন্ধ থাকায় একপ্রকার খালি হাতেই আদালত চত্বর থেকে ফিরে যেতে হচ্ছে বিচার প্রার্থীদের । কর্মবিরতির জেরে কার্যত লাটে উঠেছে আদালতের দৈনন্দিন কাজকর্মও । সূত্রের খবর, এই মুহূর্তে বারাসত জেলা আদালতে দু'টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস রয়েছে । যা মামলার শুনানির জন্য নগন্য বললেই চলে । অভিযোগ, এর ফলে মামলার পাহাড় জমছে গুরুত্বপূর্ণ এই আদালতে । সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন আসামি থেকে বিচার প্রার্থীরা । এমনটাই দাবি আইনজীবী থেকে ল'ক্লার্কদের একাংশের । এছাড়া পরিকাঠামোর উন্নয়ন তো রয়েছেই । দীর্ঘদিন ধরে এই সমস্ত দাবিদাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তুলে সরব হয়েছেন আন্দোলনরত আইনজীবীদের একাংশ । তাই দাবি না মিটলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

বারাসত জেলা আদালতে আইনজীবীদের কর্মবিরতি

এদিকে, কর্মবিরতির জেরে আদালতের স্বাভাবিক কাজকর্ম থমকে যাওয়ায় বিষয়টিতে ইতি টানতে উদ্যোগ নেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে । সূত্রের খবর, আন্দোলনকারীদের একাংশের সঙ্গে ইতিমধ্যে একদফা বৈঠকও করেছেন জেলা আদালতের জেলা জজ । কলকাতা হাইকোর্টও প্রতিনিধি পাঠিয়ে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কর্মবিরতি তুলতে । ফলে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল জেনারেল মিটিং ডেকে দুই সংগঠনের নেতারা কর্মবিরতি তোলার ব্যাপারে মন স্থির করতে পারেন বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.