ETV Bharat / state

প্রশ্নবাণে জর্জরিত জ্যোতিপ্রিয় মল্লিক, তড়িঘড়ি ঢুকে পড়লেন মিছিলে

author img

By

Published : Dec 29, 2020, 7:03 PM IST

নারদা-সারদায় টাকা নেওয়া থেকে শুরু করে একের পর এক তৃণমূল নেতার দলত্যাগ । একাধিক ইশুতে প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো ঘাম ছুটল জ্যোতিপ্রিয় মল্লিকের ।

জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক

বারাসত, 29 ডিসেম্বর : ছিল বঙ্গধ্বনি যাত্রার শেষ কর্মসূচি । সেখানে নারদ-সারদা থেকে শুরু করে নাগরিকত্ব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হিমশিম খেলেন তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বিভিন্ন প্রশ্নে দিলেন স্ববিরোধী উত্তর । অবশেষে রেহাই খুঁজতে তড়িঘড়ি সাংবাদিকদের এড়িয়ে ঢুকে পড়লেন মিছিলে ।

আজ বিকেলে বারাসতের চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড় পর্যন্ত মিছিল করেন জ্যোতিপ্রিয় মল্লিক । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় খেই হারান । রবিবার ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "নারদ ও সারদায় যাঁরা টাকা নিয়েছেন, তাঁরা তোলাবাজ ।" সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় প্রথমে বলেন, "অভিষেক ঠিকই বলেছেন । যাঁরা সারাদা নারদায় টাকা নিয়েছেন, তাঁরা তো তোলাবাজ ।"

কাকলি ঘোষ দস্তিদার বা সৌগত রায়দেরও টাকা নিতে দেখা গিয়েছে । তাহলে তাঁরাও কি তোলাবাজ ? এরপরই খেই হারান জ্যোতিপ্রিয় মল্লিক । বলেন, "যাঁদের টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে যাঁরা পালিয়ে গিয়েছেন, তাঁরা তোলাবাজ নন । তাঁরা বেইমান। তাঁরা মীরজাফর । তাঁদের নতুন নামকরণ হওয়া উচিত । শুভেন্দুদের চলে যাওয়ার পিছনে অন্য কারণও রয়েছে । কালো টাকা, নোটবন্দী, আরও অনেক কিছু আছে ।"

এদিকে আজ টিটাগড় থেকে খড়দা পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী । সেই ব্যাপারে জ্যোতিপ্রিয় বলেন, "টিটাগড়ে আজ যাঁরা মিছিল করছেন, তাঁরা সবাই তৃণমূল থেকে নেতা হয়েছেন । লোভের জন্য চলে গেছেন ।" তাহলে তৃণমূল তাঁদের ধরে রাখতে পারছে না কেন ? সে প্রশ্নে অবশ্য জ্যোতিপ্রিয়বাবু কোনও সদুত্তর দিতে পারেননি ।"

কী বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ?

আরও পড়ুন : উত্তর 24 পরগনায় আজ শুভেন্দু ও জ্যোতিপ্রিয়র মিছিল দ্বৈরথ

সম্প্রতি বনগাঁর গোপালনগরের জনসভার মঞ্চে মমতাবালা ঠাকুরকে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মতুয়ারা সবাই নাগরিক । নাগরিকত্বের জন্য আপনাদের কাউকে আর কোথাও আবেদন করতে হবে না ।" কিন্তু সোমবার নাগরিকত্বের দাবিতে মমতাবালার নেতৃত্বে ঠাকুরবাড়িতে মতুয়ারা অবস্থান বিক্ষোভ করেন । তাহলে কি মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী মতুয়ারা মানছেন না ? সেই প্রশ্নে জ্যোতিপ্রিয় বলেন, "মতুয়ারা আমাদের প্রাণে রয়েছেন । ভোটার কার্ড থাকলে সবাই নাগরিক । একথা তো মুখ্যমন্ত্রীই বলেছেন ।"

তাহলে দলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর কেন আন্দোলন করছেন? জ্যোতিপ্রিয়র মুখে তখন স্ববিরোধী জবাব । তড়িঘড়ি তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে মিছিল ঢুকে পড়েন । এদিনের মিছিলে নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শংকর আঢ্য, সুনীল মুখোপাধ্যায়, নারায়ণ গোস্বামী-সহ হাতে গোনা কয়েকজন নেতাকে দেখা গিয়েছে । জেলার বেশিরভাগ বিধায়ককেই দেখা যায়নি । বারাসতের বুকে বঙ্গধ্বনির শেষ মিছিল হলেও দেখা যায়নি স্থানীয় বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.