ETV Bharat / state

বোমা, রিভলভার বেরিয়ে পড়েছে, 34 বছরের অভ্যাস : জ্যোতিপ্রিয় মল্লিক

author img

By

Published : Jan 9, 2020, 5:22 AM IST

Updated : Jan 9, 2020, 6:45 AM IST

জেলার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় CPI(M)- কে আক্রমণ করে জ্যোতিপ্রিয় বলেন, "৩৪ বছরের পুরনো অভ্যাস । এত তাড়াতাড়ি পালটানো যায় না কি ?  মাঝখানে একটু বন্ধ ছিল । আবার পকেট থেকে বোমা, রিভলভার বেরিয়ে পড়েছে । গুন্ডাকে সাময়িক ভালো করা যায় । পরে সে তার পুরনো অভ্যাস ফিরে যায় ।"

jyotipriyo
ফাইল ছবি

বারাসত, 9 জানুয়ারি : ৩৪ বছরের পুরনো অভ্যাস । এত তাড়াতাড়ি পালটানো যায় না কি ? তাই পকেট থেকে বোমা, রিভলভার বেরিয়ে পড়েছে । বুধবার হরতাল চলাকালীন উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় এভাবেই CPI(M)-কে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক ।

গতকাল বিকালে বারাসতের কাছারি মাঠে 'যাত্রা উৎসব'-এর প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের তিনি বলেন, "কোথাও কোনও বনধ হয়নি । আমি তো সুন্দরভাবে অফিস করে এলাম । কোথাও কোনও বাধা পাইনি । আমরা পরিষ্কার ভাবে বলছি কোনও বনধ, ধর্মঘট করা যাবে না এ রাজ্যে । ২০১১ সালে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী বনধ, ধর্মঘট নিষিদ্ধ করেছেন।"

জেলার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় CPI(M)- কে আক্রমণ করে জ্যোতিপ্রিয় বলেন, "৩৪ বছরের পুরনো অভ্যাস । এত তাড়াতাড়ি পালটানো যায় না কি ? মাঝখানে একটু বন্ধ ছিল । আবার পকেট থেকে বোমা, রিভলভার বেরিয়ে পড়েছে । গুন্ডাকে সাময়িক ভালো করা যায় । পরে সে তার পুরনো অভ্যাস ফিরে যায় ।"

বামেদের ধর্মঘট সফল করার দাবিকে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয় । তিনি বলেন, "মানুষ দেখেছে কী বনধ হয়েছে । রাস্তায় গাড়ি চলাচল করেছে । দোকানপাট খোলা ছিল । ওরা বুকে হাত রেখে সত্যি কথা বলতে জানে না । এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত ওদের । কিছু জায়গায় ট্রেন অবরোধ করে বামেরা দাবি করতেই পারে বনধ সফল হয়েছে । কিন্তু সেগুলো খুচরো । ক্লাস এইট ও নাইনের ছেলেরা করে । বামেরা নিজেরাই বুঝতে পারছে সংগঠন কোথায় দাঁড়িয়ে । যেটা করেছে সেটা অসভ্যতা ছাড়া আর কিছু নয় । এই সংস্কৃতি পালটাতে হবে ।

বনধ মোকাবিলায় পুলিশ ব্যর্থ কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় বলেন, "পুলিশ ভালো কাজ করেছে। পুলিশের সক্রিয়তার জন্যই কোথাও কোনও বনধ হয়নি । বোমা উদ্ধারের ঘটনা পুলিশ খতিয়ে দেখছে । মুখ্যমন্ত্রী আসার আগে জেলায় বোমা উদ্ধারের ঘটনা খুবই দুঃখজনক । "

Intro:৩৪ বছরের পুরনো অভ্যাস এত তাড়াতাড়ি পাল্টানো যায় নাকি!সেইজন্য পকেট থেকে বোম রিবালবার বেরিয়ে পড়ছে।বনধের দিন উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় এভাবেই সিপিএমকে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। Body:রাজু বিশ্বাস,বারাসতঃ-৩৪ বছরের পুরনো অভ্যাস।এত তাড়াতাড়ি পাল্টানো যায় নাকি!সেইজন্য পকেট থেকে বোম,রিভলবার বেরিয়ে পড়ছে।বনধের দিন উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় এভাবেই সিপিএমকে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ বিকালে বারাসতের কাছারি মাঠে যাত্রা উৎসব স্থলের পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন," কোথাও কোনও বনধ হয়নি।আমি তো সুন্দরভাবে অফিস করে এলাম।কোথাও কোনও বাধা পায়নি। আমরা পরিষ্কার ভাবে বলছি কোনও বনধ,ধর্মঘট করা যাবেনা এ রাজ্যে।২০১১ সালে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী বনধ,ধর্মঘট নিষিদ্ধ করেছেন"।এরপরই বোমা উদ্ধারের ঘটনায় সিপিএমকে আক্রমণ করে জ্যোতিপ্রিয় বলেন,"৩৪ বছরের পুরনো অভ্যাস,এত তাড়াতাড়ি পাল্টানো যায় নাকি!মাঝখানে একটু বন্ধ ছিল।আবার পকেট থেকে বোম, রিভলবার বেরিয়ে পড়েছে। গুন্ডাকে সাময়িক ভালো করা যায়।পরে,সে তার পুরনো অভ্যাস ফিরে যায়"। বামেদের চোখে চোখ রেখে ধর্মঘট সফল করার দাবিকেও কটাক্ষ করেছেন তিনি।এ বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন," মানুষ দেখেছে কি বনধ হয়েছে।রাস্তায় গাড়ি চলাচল করেছে।দোকানপাট ছিল খোলা।ওরা বুকে হাত রেখে সত্যি কথা বলতে জানেনা!এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত ওদের"।তার কথায়," কিছু জায়গায় ট্রেন অবরোধ করে বামেরা দাবি করতেই পারে বনধ সফল হয়েছে।এগুলো খুচরো। ক্লাস এইট ও নাইনের ছেলেরা করে। নিজেরাই বুঝতে পারছে সংগঠন কোথায় দাঁড়িয়ে। যেটা করেছে সেটা অসভ্যতা ছাড়া আর কিছু নয়। এই সংস্কৃতি পাল্টাতে হবে"।বনধ মোকাবিলায় পুলিশ ব্যর্থ কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে জ্যোতিপ্রিয় বলেন," পুলিশ ভালো কাজ করেছে। পুলিশের সক্রিয়তার জন্যই কোথাও কোনও বনধ হয়নি।বোমা উদ্ধারের ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।মুখ্যমন্ত্রীর আসার আগে বোমা উদ্ধারের ঘটনা খুবই দুঃখজনক"।মুখ্যমন্ত্রীর পদযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও দাবি করেন তিনি।Conclusion:বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদযাত্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Last Updated : Jan 9, 2020, 6:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.