ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও খুলল না ব্যারাকপুরের অনেক জুটমিল

author img

By

Published : Apr 20, 2020, 11:53 AM IST

Updated : Apr 20, 2020, 12:19 PM IST

jutemill
ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু জুটমিল

সংকটে জুটমিলের শ্রমিকরা ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশের পরও খোলা হল না মিল ৷ সকালে কাজে এসে মিলের গেট বন্ধ দেখে ফিরে গেলেন শ্রমিকরা ৷

ব্যারাকপুর, 20 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পরও ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুটমিলগুলো খুলল না । মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সোমবার থেকে আংশিক খুলবে উৎপাদন ক্ষেত্রগুলো । কিন্তু আজ সকালে উৎসুক শ্রমিকরা মিলের গেটে এসে হতাশ হলেন । খোলেনি মিল । মেঘনা জুটমিলের সামনে দাঁড়িয়ে বহু শ্রমিককে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে । আরও কয়েকটি মিলের সামনে একই ছবি ছিল ।

cm gave assurance then mil doesn't open today
ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু জুটমিল

ব্যারাকপুর শিল্পাঞ্চলে 20টির মতো জুটমিল রয়েছে । শ্রমিক রয়েছেন লক্ষাধিক । লকডাউনে তাঁরা সকলেই গৃহবন্দী । কীভাবে চলবে তাঁদের পরিবার তা নিয়ে শ্রমিকরা সংশয়ে রয়েছেন । কারখানা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফে কারখানা খোলার আশ্বাস দেওয়া হলেও রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে অনুমতি নিতে হবে । সেই অনুমতি এখনও কেউ হাতে পায়নি । তাই, এখনও খোলেনি কারখানা ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় ও রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, জুট মিলের শ্রমিকদের মজুরি মিটিয়ে দিতে হবে ৷ অভিযোগ, জুটমিল এখনও সেই নির্দেশ পালন করেনি ৷ শ্রমিকরা জানাচ্ছেন, লকডাউন শুরু হওয়ার সময় থেকে মিল বন্ধ ৷ ফলে তাঁরা টাকা পাচ্ছেন না ৷ তাঁরা সংকটে রয়েছেন ৷ মিল খুললে তাঁদের সুবিধে ৷ সেক্ষেত্রে মজুরি পাবেন ৷

Last Updated :Apr 20, 2020, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.