ETV Bharat / state

Jayprakash Ritesh At Thakurnagar : দিল্লি উড়ে যাওয়ার আগে শান্তনুর ঠাকুরনগরের বাড়িতে জয়প্রকাশ-রীতেশ

author img

By

Published : Jan 30, 2022, 12:12 PM IST

বাজেট অধিবেশনে যোগাদান করতে রবিবার দুপুরে দিল্লি উড়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । তার আগে শনিবার ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক সারেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি (Jayprakash Majumdar and Ritesh Tiwari met Shantanu Thakur at Thakurnagar)।

BJP Rebel Leaders
দিল্লি উড়ে যাওয়ার আগে শান্তনুর ঠাকুরনগরের বাড়িতে জয়প্রকাশ-রীতেশ

ঠাকুরনগর, 30 জানুয়ারি : পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে যাঁরা ছিলেন তাঁরা তো আছেনই, সংখ্যাটা এখন আরও বেড়েছে । শনিবার রাতে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সাময়িক বরখাস্ত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার । বৈঠকে ছিলেন বিজেপির আরেক বিক্ষুব্ধ এবং বরখাস্ত বিজেপি নেতা রীতেশ তিওয়ারিও (Jayprakash Majumdar and Ritesh Tiwari met Shantanu Thakur at Thakurnagar) ৷ যদিও এদিনের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি জয়প্রকাশ এবং রীতেশ ৷

বাজেট অধিবেশনে যোগদান করতে রবিবার দুপুরে দিল্লি উড়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তাঁর । তাই দিল্লি উড়ে যাওয়ার আগের রাতে শান্তনু ঠাকুরের সঙ্গে বরখাস্ত দুই নেতার সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এদিন রাত ন'টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন তাঁরা । প্রায় এক ঘণ্টা শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন দু'জনে ।

আরও পড়ুন : Jayprakash Praises Mamata : তৃণমূলকে মেসির দলের সঙ্গে তুলনা করে মমতার প্রশংসায় জয়প্রকাশ

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, "মন্ত্রী অধিবেশনের জন্য দিল্লি যাচ্ছেন । দিল্লি যাওয়ার আগের সৌজন্যে সাক্ষাৎকার করতে আসা । আর সেই বিষয়েই কথা হয়েছে ।" জয়প্রকাশের আরও দাবি, "পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বৈঠকে যারা ছিলেন তারা তো আছেনই, সংখ্যাটা এখন আরও বেড়েছে ।" জয়প্রকাশের মন্তব্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন জল্পনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.