ETV Bharat / state

হামলার ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ সিদ্দিকুল্লা, পথ অবরোধ সংগঠনের

author img

By

Published : Jul 21, 2021, 12:41 PM IST

সম্প্রতি ত্রাণ বিলি করতে গিয়ে হামলার মুখোমুখি হন প্রবীণ তৃণমূল নেতা ও মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ৷ অভিযোগ ওঠে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও সফিকুল ইসলামের বিরুদ্ধে ৷ কিন্তু কেউ গ্রেফতার না হওয়ায় বিক্ষোভে পথে নামে জমিয়ত-উলেমা-এ হিন্দের সদস্যরা ৷ দীর্ঘক্ষণ আটকে থাকে মুমূর্ষু রোগীর গাড়ি ৷

চলছে বিক্ষোভ
চলছে বিক্ষোভ

বসিরহাট, 21 জুলাই : সন্দেশখালিতে ত্রাণ শিবিরে হামলার ঘটনায় এবার বসিরহাট জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন জমিয়ত-উলেমা-এ-হিন্দের (Jamiat Ulema-e-Hind) রাজ্য সভাপতি ও গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার জোবি থমাস কে-র সঙ্গে দেখা করেন তিনি । পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের দ্রুত গ্রেফতারের আবেদন জানান মন্ত্রী । পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ।

১৬ জুলাই ত্রাণ দিতে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় আক্রান্ত হন জমিয়ত-উলেমা-এ হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । অভিযোগ ওঠে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও সফিকুল ইসলামের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করে মন্ত্রীর ত্রাণ বিলি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন অভিযুক্ত শেখ শাহজাহান । ঘটনার তিনদিন পরও দোষীদের কাউকে গ্রেফতার করা হয়নি । তাই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে বসিরহাটের খোলাপোতায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় জমিয়ত-উলেমা-এ-হিন্দের সদস্যরা ।

আরও পড়ুন : ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সিদ্দিকুল্লা চৌধুরী , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সংগঠনের নেতা বাকী বিল্লাহ বলেন, "মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী ত্রাণের গাড়ি নিয়ে যাচ্ছিলেন ৷ সেই সময় ওখানকার তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী শাহজাহান এবং তার দলবল সবাই মিলে মৌলানার গাড়ি লুট করে ৷ মৌলানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ৷ তাঁকে ধাক্কা দেয় ৷" তিনি প্রশ্ন তোলেন, সিদ্দিকুল্লা চৌধুরী ক্যাবিনেট মন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর প্রতি এই আক্রমণ কেন ? তাঁরা কোনওমতেই এটা বরদাস্ত করবেন না ৷ পুলিশ প্রশাসন, এসডিপিও যদি বলেন যে দোষীদের গ্রেফতার করা হবে, তাহলে এই অবরোধ তোলা হবে, নতুবা তা চলবে বলে হুমকি দেন নেতা ৷

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতারের অভিযোগে পথ অবরোধ

অবরোধের জেরে টাকি রোডে আটকে পড়ে অ্যাম্বুলেন্স । চরম ভোগান্তির মুখে পড়তে হয় মুমূর্ষু রোগীদের ৷ অভিযোগ, বিক্ষোভে আটকে থাকলেও জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে বা প্রাইভেট গাড়িতে থাকা মুমূর্ষু রোগীকে রাস্তা করে দেওয়ার কোনও উদ্যোগ নেওয়া হয়নি । বেশ কিছুক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় শেষে রাস্তা করে দেওয়া হয় মুমূর্ষু রোগীদের । এই নিয়ে আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও প্রতিক্রিয়া মেলেনি ।

সূত্রে খবর, পুলিশের আশ্বাসে প্রায় একঘণ্টা পর জমিয়ত-উলেমা-এ-হিন্দ এই বিক্ষোভ কর্মসূচি তুলে নেয় । বিক্ষোভের জেরে দুর্দশাগ্রস্ত রোগীর বিষয়ে স্থানীয় নেতা বাকী বিল্লাহ কিছু বলতে চাননি ৷ তবে দোষীরা দ্রুত গ্রেফতার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.