ETV Bharat / state

সরকারি নির্দেশ উপেক্ষা করে খোলা দোকানপাট, অশোকনগরে আটক 8

author img

By

Published : May 16, 2021, 4:14 PM IST

অশোকনগর থানার গোলবাজার ও কল্যাণগড় বাজারে কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরেও দোকান বন্ধ করেননি। মাছ, মাংস ও সবিজ দোকান খোলা রেখে তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন । খবর পেয়ে বাজারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ । লাঠি উঁচিয়ে তাঁদের তাড়া করা হয় । বন্ধ করানো হয় দোকান ।

সরকারি নির্দেশ উপেক্ষা করে খোলা দোকানপাট, অশোকনগরে আটক 8

উত্তর 24 পরগনা, 16 মে : সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে আটজনকে আটক করল পুলিশ । রবিবার উত্তর 24 পরগনার অশোকনগর গোলবাজার ও কল্যাণগড় বাজার থেকে তাঁদের আটক করা হয়েছে ।

আজ সকাল ছ’টা থেকে 15 দিনের জন্য কড়াকড়ি পদক্ষেপ হিসেবে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার । দোকান, বাজার খোলার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা রাখার নির্দেশ জারি হয়েছে । কিন্তু অশোকনগর থানার গোলবাজার ও কল্যাণগড় বাজারে কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরেও দোকান বন্ধ করেননি। মাছ, মাংস ও সবিজ দোকান খোলা রেখে তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন । খবর পেয়ে বাজারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ । লাঠি উঁচিয়ে তাঁদের তাড়া করা হয় । বন্ধ করানো হয় দোকান । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার রাখায় দুই বাজার থেকে মোট আটজনকে আটক করা হয়েছে ।

আরও পড়ুন : লকডাউনে সরকারের বিরুদ্ধে ধর্না, শিলিগুড়িতে গ্রেফতার বিজেপির 3 বিধায়ক
গোলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রবীর মজুমদার বলেন, ‘‘রাজ্যে দিন দিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে প্রশাসনের নির্দেশকে মান্যতা দেওয়া উচিত । অশোকনগরের 99 শতাংশ দোকানদার মান্যতা দিয়েছে, দোকান বন্ধ করেছে । কিন্তু সমাজের কিছু মানুষ থাকেন তাঁরা কারও কথা শোনেন না । তাঁদের জন্য প্রশাসন আছে’’ ৷ প্রশাসনের ভূমিকা প্রশংসনীয় বলে তিনি মনে করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.