ETV Bharat / state

লোকাল ট্রেন না চলায় বন্ধ রুটিরুজি, হকার বিক্ষোভ বারাসত জংশনে

author img

By

Published : Oct 20, 2020, 9:01 AM IST

পশ্চিমবঙ্গ হকার যুক্ত সংগ্রাম কমিটির ব্যানারে এই বিক্ষোভে সামিল হন CITU, INTUC, INTTUC-র কয়েক'শ হকার ও দোকানিরা । ছিলেন তিন শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও । প্ল্যাকার্ড হাতে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ ।

Hawkers agitation over financial loss in barasat rail station amid corona pandemic
কোরোনা আবহে বন্ধ হকারদের রুটিরুজি, হকার বিক্ষোভ বারাসত জংশনে

বারাসত, 20 অক্টোবর : কোরোনা আবহে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রুটিরুজি । এর জেরে চরম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটছে বারাসত স্টেশনের দোকানি ও হকারদের । তাই জীবিকা বাঁচাতে পথে নামলেন তাঁরা । বিক্ষোভ দেখালেন বারাসত স্টেশন ম্যানেজারের ঘরের সামনে । পশ্চিমবঙ্গ হকার যুক্ত সংগ্রাম কমিটির ব্যানারে এই বিক্ষোভে সামিল হন CITU, INTUC, INTTUC-র কয়েক'শ হকার ও দোকানিরা । ছিলেন তিন শ্রমিক সংগঠনের নেতৃত্বরাও । প্ল্যাকার্ড হাতে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ । বিক্ষোভের আগে দোকান ও হকারি করতে দেওয়ার দাবিতে বারাসত স্টেশনে এক মিছিলও সংগঠিত হয় । সেই মিছিল থেকে লোকাল ট্রেন চালু করার দাবিতে সরব হন তাঁরা ।

বারাসত স্টেশনে রেল পরিষেবার সঙ্গে দোকানি ও হকারদের জীবন ওতপ্রোতভাবে জড়িত । কারণ, লকডাউনের আগে এই বারাসত স্টেশনে পা ফেলার জায়গা থাকত না যাত্রীদের । জংশন স্টেশন হওয়ায় সবসময় যাত্রী ওঠানামা লেগেই থাকত ৷ শিয়ালদা বনগাঁ ও হাসনাবাদ শাখার ব্যস্ততম স্টেশন এটি । আর যাত্রীদের কাছে সামগ্রী বিক্রি করার উপরই উপার্জন হত স্টেশনের দোকানি ও হকারদের । সেই উপার্জন থেকেই সংসার চলত তাঁদের । এতদিন এভাবেই দিন গুজরান করেছেন দোকানি ও হকাররা ৷ কিন্তু, কোরোনা মোকাবিলায় লকডাউন জারি হওয়ার পর থেকেই তাঁদের জীবনে নেমে এসেছে অন্ধকার । কাজকর্ম বন্ধ থাকায় ঘোর অনিশ্চিতার মধ্যে ঠেলে দিয়েছে স্টেশনের দোকানি ও হকারদের জীবন । লকডাউনের জেরে রুটিরুজি হারিয়ে কার্যত এখন পথে বসার জোগাড় তাঁদের । দীর্ঘ লকডাউন কাটিয়ে আনলক পর্ব শেষ হওয়ার পরও স্বাভাবিক হয়নি লোকাল ট্রেন পরিষেবা । কবে তা চালু হবে তা অজানা স্টেশনের দোকানি ও হকারদের কাছে ।

লোকাল ট্রেন না চলায় বন্ধ রুটিরুজি, হকার বিক্ষোভ বারাসত জংশনে

তবে,লোকাল ট্রেন চালু না হলেও ইতিমধ্যেই স্টাফ স্পেশাল ট্রেন চালু হয়েছে । সেই ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠাকে ঘিরে হাওড়ার লিলুয়া ও হুগলির পাণ্ডুয়ায় অশান্তিও হয়েছে । এমনকী, লোকাল ট্রেন চালুর দাবিতে যাত্রী বিক্ষোভও বাড়ছে প্রতিটি স্টেশনে । দু'দিন আগেই লোকাল ট্রেন চালুর দাবিতে বারাসত স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেন আটকে বিক্ষোভ দেখান হকার ও ঠিকা শ্রমিকদের একাংশ । ফলে, এই পরিস্থিতিতে স্টেশনের দোকানি ও হকাররা চাইছেন দ্রুত রেলের চাকা ঘুরুক আগের মতো । স্বাভাবিক অবস্থা ফিরে আসুক তাঁদের জীবনে ।

এই বিষয়ে INTUC নেতা ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দে বলেন, " দীর্ঘ সাতমাস ধরে রুটিরুজি বন্ধ দোকানি ও হকারদের । আয় বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন । তাই আমরা চাই, দ্রুত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে দোকান খোলার অনুমতি দেওয়া হোক হকারদের । যাতে অন্তত তাঁরা পরিবার নিয়ে বাঁচতে পারে । সেই সঙ্গে হকারদের উপর পুলিশি জুলুম, রেলকে বেসরকারিকরণের চেষ্টা-সহ একাধিক ইশুতে আমরা স্মারকলিপি জমা দিয়েছি স্টেশন ম্যানেজারের কাছে । উনি এই সমস্ত দাবি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ " অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।

বারাসত স্টেশনের হকার আলেমা বিবি বলেন, " স্টেশনের পাশেই আমার সবজির দোকান রয়েছে । লকডাউনের পর থেকে তা বন্ধ হয়ে যাওয়ায় আয়ের পথও বন্ধ হয়ে গেছে । সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে । আমি নিজে একজন রোগী । কীভাবে চিকিৎসা করাব আর কীভাবেই বা সংসার চলবে তা বুঝতে পারছি না । এখন তো মৃত্যু ছাড়া আর কোনও উপায় দেখছি না । এর জন্য সম্পূর্ণভাবে দায়ি থাকবে রেল কর্তৃপক্ষ ৷ " একই কথা শোনা গেছে বাসন্তী বিশ্বাস নামের এক প্রবীণ হকারের মুখেও । তিনি বলেন , "আমার পাঁচজনের সংসার । ছেলে অসুস্থ । তাঁর চিকিৎসা টাকার অভাবে বন্ধ হয়ে গেছে । রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনে এখন কোনও হকারি করা যাবে না । হকারি না করলে খাব কী ! হয় লোকাল ট্রেন চালু করুক, না হলে আমাদের মতো হকারদের বিকল্প আয়ের ব্যবস্থা করুক । লোকাল ট্রেন চললেই কি কোরোনা বেড়ে যাবে? অন্যান্য পরিবহন যে চালু রয়েছে, সেক্ষেত্রে কিছু হচ্ছে না? " । এদিকে,বিষয়টি নিয়ে বারাসত স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.