ETV Bharat / state

Body Recovered: পাশে পড়ে লিপস্টিক-মোবাইল-ফেসওয়াশ, তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 5:39 PM IST

হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর আধপোড়া দেহ উদ্ধার ৷ মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত গোবিন্দপুর গ্রামে ৷

Etv Bharat
তরুণী দেহ উদ্ধারের ঘটনাস্থল

তরুণীর দেহ উদ্ধারে স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্বরূপনগর, 26 সেপ্টেম্বর: তরুণীর হাত-পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল স্বরূপনগরের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোবিন্দপুর গ্রামে । মঙ্গলবার সকালে গ্রামবাসীরা মাঠের মধ্যে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন । তরুণীর মুখে ওড়না চাপা দেওয়া ছিল ৷ ঘটনাস্থল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করেছে । হাত-পা বেঁধে খুন করে, প্রমাণ লোপাট করতে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা হয় বলে পুলিশের অনুমান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ঊনিশের ওই তরুণীর গলার নলি কাটা ছিল । ঝলসে গিয়েছে মুখের একপাশ । কাঁকরোল ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল তরুণীর দেহ । পাশে চাপ চাপ রক্ত । শুকিয়ে তা জমাট বেঁধে গিয়েছে । সেই অবস্থায় স্থানীয় চাষিরা ওই তরুণীকে পড়ে থাকতে দেখেন ক্ষেতের মধ্যে । দেহের পাশ থেকে মোবাইল ফোনও পাওয়া গিয়েছে । মিলেছে একটি ব্যাগ, ফেসওয়াশ, পেস্ট এবং লিপস্টিক । উদ্ধার হয়েছে একটি চশমাও । তরুণীকে যে বীভৎসতায় খুন করা হয়েছে তা দেখে যে কারোরই হাড় হিম হতে বাধ্য । অর্থাৎ, আক্রোশ ও প্রতিহিংসার ছাপ স্পষ্ট ।
এদিকে, সাতসকালে সীমান্ত লাগোয়া গ্রামে ভয়াবহ এই দৃশ্য দেখে রীতিমতো আতকে ওঠেন গ্রামবাসীরা । কী করবেন বুঝে উঠতে না পেরে শেষে তাঁরা স্বরূপনগর থানায় খবর দেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ।
এই বিষয়ে রাহান মণ্ডল নামে স্থানীয় এক গ্রামবাসী বলেন, "এদিন সকালে তাঁর মা মাঠের দিকে গিয়েছিল ফুল তুলতে । তখনই ক্ষেতের মধ্যে তরুণীর অর্ধদগ্ধ দেহটি পড়ে থাকতে দেখে ভয়ে বাড়িতে পালিয়ে আসে । এরপর আমরা গিয়ে দেখি মুখে ওড়না জড়ানো অবস্থায় ধোঁয়া বেরোচ্ছে সেখান থেকে । এলাকার কেউ নন । হয়তো অন্য কোথাও থেকে তরুণীকে এখানে এনে খুন করা হয়েছে । পুলিশ সঠিক তদন্ত করুক সেটাই আমরা চাই ।"

অন‍্যদিকে, ওই তরুণী বাংলাদেশের বাসিন্দাও হতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা । এখনও পর্যন্ত তরুণীর পরিচয় জানা যায়নি । তরুণীর উপর কোনও শারীরিক নির্যাতন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ । এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার জবি থমাস কে জানিয়েছেন, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে ।

আরও পড়ুন : নাগেরবাজারে বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.