ETV Bharat / state

Gold Recovered from Belghoria: পাচারের আগেই উদ্ধার বিপুল সোনা, গ্রেফতার 4

author img

By

Published : Feb 16, 2023, 1:52 PM IST

Four Men Arrested and 18 Gold Bar Recovered in Belghoria
ফের বেলঘরিয়ায় সোনা উদ্ধার

ফের উত্তর 24 পরগনার বেলঘরিয়া থানা এলাকায় উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা (Huge Amount of Gold Recovered from Belghoria) ৷ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ধৃত চার

বেলঘরিয়া, 16 ফেব্রুয়ারি: আবারও বেলঘরিয়া, আবারও বিপুল পরিমাণ সোনা উদ্ধার ৷ পুলিশের তৎপরতায় উদ্ধার করা হল মোট 18টি নিরেট সোনার বাট (Police Recovered Gold from Belghoria) ৷ বুধবারের এই ঘটনায় সোনাপাচারের অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বেলঘরিয়া থানার পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় 2 কেজি 500 গ্রাম ৷ যদিও অন্য একটি সূত্র মারফত জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার পরিমাণ আদতে 3 কেজি 500 গ্রাম ৷

বেলঘরিয়া থানার পক্ষ থেকে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে সোনাপাচারের খবর এসেছিল ৷ সেই খবর অনুসারে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যায় থানার টহলদারিদল ৷ সোনা পাচারের আগেই পাকড়াও করা হয় চার সন্দেহভাজন ব্যক্তিকে ৷ তাঁদের কাছ থেকে 18টি সোনার বাট উদ্ধার করা হয় ৷ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁদের মধ্যে দুই ব্যক্তি আদতে মহারাষ্ট্রের বাসিন্দা ৷ এঁরা হলেন ননথ মাশাল এবং প্রবীণ চবন ৷ ধৃত অন্য দুই ব্যক্তি হলেন অজয় ঘোষ ও মঙ্গল হালদার ৷ এঁদের বাড়ি নদিয়া জেলায় ৷ পরবর্তীতে সোনাপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চারজনকেই গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন: গাড়ি চালকের তৎপরতায় সোনা উদ্ধার, গ্রেফতার 2

বারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া 18টি সোনার বাটের ওজন 2 কেজি 500 গ্রাম ৷ যদিও এ নিয়ে দ্বিমত রয়েছে ৷ কারণ, অন্য একটি সূত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন তার থেকে আরও 1 কেজি বেশি ৷

প্রসঙ্গত, বেলঘরিয়ায় সোনা উদ্ধার নতুন কোনও ঘটনা নয় ৷ গত বছরের সেপ্টেম্বর মাসেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে প্রায় 11 কিলো সোনা উদ্ধার করা হয় ৷ যার বাজারদর আনুমানিক 55 কোটি টাকা ! একটি গাড়িতে সেই সোনা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয় ৷ সেই ঘটনাতেও ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় সোনাপাচারে ব্যবহৃত গাড়িটিকেও ৷

বারবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে পুলিশ মহলে ৷ মনে করা হচ্ছে, সোনাপাচারের জন্য এই রুটটিকে ব্যবহার করছ পাচারকারীরা ৷ সেক্ষেত্রে আগামী দিনে এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের ৷ এমনিতেই বেলঘরিয়া সংলগ্ন এলাকায় নানা কারণে অশান্তি লেগেই থাকে ৷ তার উপর যদি পাচারকারীদের রমরমা কারবার শুরু হয়, তাহলে সমস্যা আরও বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.