Devastating Fire At Basirhat : বিধ্বংসী আগুনে বসিরহাটে পুড়ে ছাই 4টি বাড়ি ও 3 টি দোকান

author img

By

Published : Mar 26, 2022, 1:27 PM IST

Updated : Mar 26, 2022, 7:10 PM IST

Devastating Fire At Basirhat

গ্যস সিলিন্ডার বিস্ফোরণে বসিরহাটে পুড়ে ছাই 4টি বসতবাড়ি-সহ 3টি দোকান ৷ ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ৷ দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ ৷ ঘটনায় চাঞ্চল্য এলাকায় (Fire On Bashirhat)৷

বসিরহাট, 26 মার্চ : গ্যস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী আগুন বসিরহাটের ভ্যাবলায় ৷ পুড়ে ছাই 4টি বসতবাড়ি-সহ 3টি দোকান ৷ দমকলের দু’টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দু’য়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ৷ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি ৷ বাড়ি ও দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে (Devastating Fire At Basirhat) ৷

আরও পড়ুন: Chetla Chemical Factory Fire : চেতলায় রঙ কারখানায় ভয়াবহ আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

সূত্রের খবর, বাড়ি এবং দোকানগুলি একে অপরের লাগোয়া । চা, মুদিখানা ও সাইকেল এই তিনটি দোকানে জিনিসপত্র ছাড়াও প্রচুর দাহ্য পদার্থ এবং গ‍্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। শুক্রবার রাত এগারোটা নাগাদ সেই দোকানের একটিতে প্রথমে আগুন লাগে কোনওভাবে । আগুন লাগার পরই আচমকা সিলিন্ডারের বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিধ্বংসী রূপ নেয় ।

বিধ্বংসী আগুনে বসিরহাটে পুড়ে ছাই 4টি বাড়ি ও 3 টি দোকান

খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে । অভিযোগ উঠেছে দমকল দেরিতে আসে ঘটনাস্থলে । যার ফলে ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে । যদিও তা মানতে চায়নি দমকাল কর্তৃপক্ষ । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated :Mar 26, 2022, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.