ETV Bharat / state

Farmers Special Train: কৃষক স্পেশাল ট্রেন চালু পূর্বরেলের, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার

author img

By

Published : Sep 8, 2021, 8:22 AM IST

Farmers Special Train
কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল, উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার

শান্তিপুর এবং গেদের কৃষকদের উৎপাদিত সামগ্রী কলকাতা এবং শহরতলির বাজারে বিক্রি করার সুবিধার্থে কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল ৷ গতকাল, এই ট্রেনটির উদ্বোধন করেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : উত্তর 24 পরগনার গেদে এবং নদিয়ার শান্তিপুর, রাণাঘাট এবং তার আশপাশের অঞ্চলের কৃষকদের সুবিধার্থে দুটি কৃষক স্পেশাল ট্রেন চালু করল পূর্বরেল কর্তৃপক্ষ ৷ এর ফলে উপকৃত হবেন কৃষক এবং ব্যবসায়ীরা ৷ করোনা প্যানডেমিকের কারণে দীর্ঘদিন ধরে রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ ৷ ফলে বন্ধ রয়েছে লোকাল ট্রেন ৷ ট্রেন বন্ধ থাকায় চাষি এবং ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্য কলকাতা এবং শহরতলির বাজারে এনে বিক্রি করতে সমস্যায় পড়ছিলেন ৷ তবে এই ট্রেন চালু হওয়ায় উপকৃত হবেন তাঁরা ৷ গতকাল, এই ট্রেনটির উদ্বোধন করেন রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷

এই দুটি ট্রেনই আসবে শিয়ালদহ স্টেশনে। ওই দুটি ট্রেনে থাকছে 9টি ভেন্ডার কামরা, 3টি মোটর কোচ ও দুটি জেনারেল কোচ । এই দুটি বিশেষ ট্রেন কৃষক ও ছানা ব্যবসায়ীদের জন্য তাই সবকটি কামরাতে জিনিসপত্র নিয়ে উঠতে পারবেন তাঁরা । কৃষক ও ছানা ব্যবসায়ীদের সুবিধার জন্য ব্যবসার সঙ্গে যুক্ত বেশকয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই ট্রেন দুটি থামবে । এই ট্রেন দুটি যেমন কৃষকদের উৎপাদিত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে তেমনই, তাঁদের যাতায়াতের খরচ অনেকটাই কমাতেও সাহায্য করবে ।

আরও পড়ুন: দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

ট্রেনদুটি প্রতিদিন সকাল 8.15 মিনিটে গেদে থেকে ছেড়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছোবে বেলা 11.10 মিনিটে । আবার দুপুরে 3.10 মিনিটে শান্তিপুর থেকে আরেকটি ট্রেন ছেড়ে শিয়ালদহ স্টেশনে বিকেল 5.34 মিনিটে পৌঁছোবে । অন্যদিকে শান্তিপুরগামী কৃষক স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে বেলা 11.30 মিনিটে ছেড়ে শান্তিপুর পৌঁছোবে দুপুর 1.52 মিনিটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.