ETV Bharat / state

Basirhat Stone Plant Pollution: পাথর প্ল্য়ান্টের দূষিত ধোঁয়ায় চাষের দফারফা, বিপাকে কৃষকরা

author img

By

Published : Apr 24, 2022, 12:25 PM IST

Basirhat Stone Plant Pollution
বসিরহাটে পাথর প্ল্য়ান্টের দূষিত ধোঁয়ায় নষ্ট হচ্ছে চাষের

পাথর প্ল্য়ান্টের ধুলো ও দূষিত ধোঁয়ায় নষ্ট হতে বসেছে বিভিন্ন সবজি এবং ফসল (Stone Plant Pollution) ৷ বিপাকে কৃষকরা ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাটের নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েত এলাকার ৷ পাথর প্ল্য়ান্ট বন্ধের দাবি কৃষকদের ৷

বসিরহাট, 24 এপ্রিল : পাথর প্ল্য়ান্টের ধুলো ও দূষিত ধোঁয়ায় মার খাচ্ছে চাষাবাদ । দূষণের অতিরিক্ত মাত্রায় নষ্ট হতে বসেছে বিভিন্ন সবজি এবং ফসল।ফলে বিপাকে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের কৃষকরা (Stone Plant Pollution)। বাতাসে মিশ্রিত ধূলিকণার জেরে পরিবেশ যেমন দূষিত হচ্ছে । তেমনই বাড়ছে রোগের প্রাদুর্ভাবও । বিশেষ করে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা । ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাটের নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েত এলাকার । এই পরিস্থিতিতে অবিলম্বে পাথর প্ল্য়ান্ট বন্ধের দাবি তুলে সরব হয়েছেন এলাকার কৃষক থেকে ভুক্তভোগী সাধারণ মানুষ । সমস্যার কথা মেনে নিয়েও উন্নয়নের তাগিদেই তারা পাথর কাটার কাজ করতে বাধ্য হচ্ছেন বলে সাফাই প্ল্য়ান্ট কর্তৃপক্ষের ।
সীমান্তবর্তী বসিরহাট 1 নম্বর ব্লকজুড়ে সারা বছরই কোনও না কোনও সবজি এবং ফসলের চাষ হয়ে থাকে । এখানকার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল । উৎপাদিত সবজি ও ফসল বিক্রি করেই মূলত সংসার চলে কৃষকদের । অথচ, সেই সবজি এবং ফসল উৎপাদন করা যাচ্ছে না ধুলো এবং দূষিত ধোঁয়ার কারণে ।

আরও পড়ুন : Nadia Potato Cultivation : দাম বাড়লেও অকাল বৃষ্টিতে ফলন অর্ধেক, চিন্তায় নদিয়ার আলু চাষিরা

জানা গিয়েছে, বসিরহাটের নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েত এলাকায় চাষের জমির পাশেই গড়ে উঠেছে পাথর কাটার প্ল্য়ান্ট । বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর প্ল্য়ান্টে মজুত করে মেশিনের সাহায্যে ছোট পাথরে রূপান্তরিত করা হয় সেখানে । যা মূলত রাস্তার পিচ তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে । অভিযোগ, পাথর কাটার সময় তার ধুলো এবং দূষিত ধোঁয়া মিশছে বাতাসের সঙ্গে । শুধু তাই নয়, বাতাসে উড়ে ধুলোর আস্তরণ গিয়ে পড়ছে সবজি ও ফসলের পাতার ওপর । যার জেরে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় অতিরিক্ত দূষণের মাত্রায় জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে সবজি এবং ফসল । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এর হাত থেকে রেহাই মিলছে না শিশুদেরও । ইতিমধ্যে শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে শুরু করেছে অনেকেই । এর ফলে একদিকে সাধারণ মানুষের জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠেছে । অন‍্যদিকে, তেমনই সবজির ব‍্যাপক ক্ষতিতে মাথার হাত পড়েছে কৃষকদের । সবজি উৎপাদন না হলে কিভাবে সংসার চলবে, তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না নিমদাঁড়িয়া-কোদালিয়া পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের কৃষকরা । পরিস্থিতির ঠেলায় পাথর প্ল্য়ান্ট বন্ধের দাবি তুলে সরব হয়েছেন ভুক্তভোগী কৃষকরা ।

আরও পড়ুন : Illegal Poppy Farming : দামোদরের চরে অবৈধ পোস্ত চাষ ! নষ্ট করল আবগারি দফতর

এই বিষয়ে মিজানুর মোল্লা নামে ভুক্তভোগী এক কৃষক বলেন, "পাথর প্ল্য়ান্টের দূষণের জেরে পটল, ঝিঙে, ঢেড়শ, লঙ্কা, উচ্ছে, বেগুন-সহ বিভিন্ন সবজি এবং ফসল নষ্ট হচ্ছে জমিতেই । এই সমস্ত সবজি যদি চাষের জমিতে উৎপাদিতই না হয় তাহলে সংসার চলবে কিভাবে? কারণ, চাষাবাদের ওপরই তো জীবিকা নির্বাহ করে থাকেন এখানকার কৃষকরা । তাই কৃষকদের বাঁচাতে প্রশাসন এগিয়ে আসুক, সেটাই আমরা চাই। বন্ধ করা হোক পাথর প্ল্য়ান্টটি ৷"

বিষয়টি নিয়ে ওই প্ল্য়ান্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস দাস বলেন, "পিডব্লিউডি-র রাস্তা মেরামতের জন্যই সাময়িকভাবে পাথর প্ল্য়ান্টটি তৈরি করা হয়েছে ।কৃষকদের সমস্যা হচ্ছে বুঝতে পারছি । কিন্তু উন্নয়নের কাজটাও তো করতে হবে আমাদের ৷ কারও কোনও ক্ষতি হয়ে থাকলে বিষয়টি অবশ্যই বিবেচনা করে দেখা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.