ETV Bharat / state

Fake Jobs: ভুয়ো সংস্থার পর্দা ফাঁস, গ্রেফতার কর্ণধার-সহ 14 জন

author img

By

Published : Dec 20, 2022, 8:26 PM IST

আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস ৷ টাকার বিনিময়ে বিমান সংস্থায় চাকরির দেওয়ার কথা বলা হত (Fake Jobs) ৷ ব্লু অ্যাভিয়েশন নামের সংস্থার দুই কর্ণধার-সহ 14 জন গ্রেফতার ৷

ETV Bharat
আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দা ফাঁস

বিধাননগর, 20 ডিসেম্বর: দেশ এবং বিদেশের বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ । বিভিন্ন বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে চলত এই প্রতারণা চক্র । ব্লু অ্যাভিয়েশন নামের সংস্থার দুই কর্ণধার-সহ 14 জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট ও বেসরকারি বিমান সংস্থার জাল নথি (Fake job racket busted in Bidhannagar) ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা হাকিম শেখ 19 ডিসেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ৷ তিনি চাকরির জন্যে একটি পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেন ৷ সেখান থেকে খোজ পেয়ে ব্লু অ্যাভিয়েশন নামের একটি সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করে । ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাঁকে বিমানবন্দরে চাকরি দেওয়া হবে ৷ তবে তার পরিবর্তে তাঁকে সেই সংস্থার ট্রেনিং কোর্স করতে হবে । সেই ট্রেনিং বাবদ ওই অভিযোগকারীর থেকে প্রাথমিকভাবে 10 হাজার টাকা নেয় ওই সংস্থা । ট্রেনিং শেষে অভিযোগকারীকে প্লেসমেন্ট বাবদ আরও 50 হাজার টাকা জমা দিতে বলে সংস্থা ।

হাকিম 50 হাজার টাকা জমা দিলে তাঁকে ব্যাঙ্গালোর বিমানবন্দরে কার্গোতে চাকরির অফার লেটার দেওয়া হয় । তিনি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারেন, ওটি ভুয়ো চাকরি । পুনরায় তিনি কলকাতা ফিরে এসে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেন ৷ তখন সংস্থার পক্ষ থেকে তাঁকে পুনরায় জানানো হয়, কলকাতার একটি বেসরকারি বিমান সংস্থায় হাকিমকে চাকরি দেওয়া হবে । সেই মর্মে তাঁকে এক বেসরকারি বিমান সংস্থার নামে অফার লেটার দেওয়া হয় । তার পরিবর্তে হাকিমের থেকে নগদে আরও 50 হাজার টাকা সল্টলেকের একটি হোটেলের সামনে থেকে নেয় ওই সংস্থার এক কর্মী ।

অফার লেটার পেয়ে অভিযোগকারী সেই বিমান সংস্থার অফিসে যোগাযোগ করেন ৷ তিনি এরপর জানতে পারেন, ওই বিমান সংস্থার নথি জাল করে ভুয়ো অফার লেটার তৈরি করা হয়েছে । এরপরই লক্ষাধিক টাকা প্রতারিত হয়েছে বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন ওই ব্যক্তি । ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ব্লু অ্যাভিয়েশন নামের ওই সংস্থা বিভিন্ন চাকরির অপেক্ষায় থাকা ব্যক্তিকে টার্গেট করত । এরপরই তাদের দেশের এবং বিদেশের বিমানবন্দরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করত ।

সূত্রে খবর, কলকাতার চিনার পার্ক, কাঁকুড়গাছি, পার্ক স্ট্রিট-সহ দুর্গাপুর, দিল্লি, মুম্বই, হরিয়ানায় একাধিক রাজ্যে এই প্রতারণা চক্রের জাল বিস্তার করে রেখেছে ওই সংস্থা । তারা একাধিক বেসরকারি বিমান সংস্থার জাল নথি তৈরি করে সাধারণ মানুষদের প্রতারণার ফাঁদে ফেলার কৌশল সাজিয়েছিল ।

আরও পড়ুন: মহিলাদের ফাঁদে ফেলে প্রতারণা, দিল্লিতে গ্রেফতার ভুয়ো আইপিএস

অবশেষে গতকাল রাতে ওই সংস্থার অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে এই চক্রের মূল পাণ্ডা অরুণ সৌখিন এবং সংস্থার অন্যতম কর্ণধার অদিতি বদ্রাইকা-সহ 14 জনকে গ্রেফতার করা হয় । তাদের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট, কাস্টমার ডেটা, হার্ড ডিস্ক, মোবাইল ফোন-সহ একাধিক জাল নথি উদ্ধার করেছে পুলিশ । এই চক্রের অন্যদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.