ETV Bharat / state

নিয়মভঙ্গ করে খুলে রাখা দোকান বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি

author img

By

Published : May 16, 2021, 4:06 PM IST

দোকান পাট বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি
দোকান পাট বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি

সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে শনিবার কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার । জরুরি পরিষেবা ব্যতীত প্রায় সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । বাজার,দোকানপাট খোলার নিয়মেও এসেছে পরিবর্তন । নিয়ম কাটছাঁট করে রবিবার থেকে শুধু সকালে তিনঘণ্টার জন্য বাজার, দোকানপাট খোলা রাখা যাবে ।

বসিরহাট, 16 মে : সরকারি নিয়ম অমান্য করে খোলা ছিল বাজার ও দোকানপাট । চলছিল বিকিকিনিও । তবে রাস্তায় নেমে বাজার,দোকানপাট বন্ধ করলেন জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) আনন্দ জিৎ হোড় । একই সঙ্গে সতর্ক করা হল নিয়মভঙ্গকারীদের । ঘটনাটি বসিরহাট নতুন বাজারের । জেলা পুলিশ আধিকারিকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতা । তবে, সংক্রমণ রুখতে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকেও আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক মহলের একাংশ ।

দোকান পাট বন্ধ করতে রাস্তায় নামলেন ডিএসপি
সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে শনিবার কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার । জরুরি পরিষেবা ব্যতীত প্রায় সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । বাজার,দোকানপাট খোলার নিয়মেও এসেছে পরিবর্তন । নিয়ম কাটছাঁট করে রবিবার থেকে শুধু সকালে তিনঘণ্টার জন্য বাজার, দোকানপাট খোলা রাখা যাবে । গোটা রাজ্যে এই নিয়ম বলবৎ থাকবে আগামি 15 দিনের জন্য । যা কার্যত লকডাউন হিসেবে দেখছেন অনেকেই । সরকারি নিয়মবিধি মেনে চলার জন্য মাইকিং করে বিভিন্ন জায়গায় প্রচারও চালানো হয়েছে ৷ কিন্তু তারপরও অনেক জায়গায় সরকারি নিয়ম অমান্য করে বাজার,দোকানপাট খোলা রাখার অভিযোগ উঠল । উত্তর 24 পরগনার বসিরহাটেও ধরা পড়ল সেই নিয়ম ভাঙার ছবি ।

সকাল দশটার পরও নিয়ম অমান্য করে বসিরহাটের নতুন বাজারে খোলা রইল অনেক সবজি এবং মুদিখানার দোকান । সেখানে চলছিল বিকিকিনিও । খবর পেয়ে বসিরহাট জেলার ডিএসপি (হেডকোয়ার্টার)আনন্দ জিৎ হোড়ের নেতৃত্বে পুলিশকর্মীরা অভিযান চালায় । এরপর বন্ধ করে দেওয়া হয় সবজি বাজার ও দোকানপাট । লকডাউনের প্রথম দিন হওয়ায় কার্যত সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ীদের । তবে, এরপর থেকে নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে ।

আরও পড়ুন : গোয়া উপকূলে আছড়ে পড়ল তখতে, কর্নাটকে মৃত 4


এই বিষয়ে বসিরহাট জেলার ডিএসপি আনন্দ জিৎ হোড় বলেন, "সরকারি নিয়ম মেনে ব্যবসায়ীদের একাংশ নির্দিষ্ট সময়ে দোকানপাট বন্ধ করছে । বাকি যাঁরা দোকানপাট খোলা রেখেছিলেন, তাঁরাও অভিযান চালানোর পর দোকানপাট বন্ধ করেছেন । মানুষ আগের থেকে অনেকটাই সচেতন হয়েছেন । তাঁরা যথেষ্ট সহযোগিতা করছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.