ETV Bharat / state

পরিদর্শনে DRM, বারাসতে ফের তুললেন হকার উচ্ছেদের প্রসঙ্গ

author img

By

Published : Aug 18, 2020, 11:38 AM IST

Updated : Aug 18, 2020, 12:44 PM IST

drm visits at barasat station
পরিদর্শনে DRM

শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় পরিদর্শনে গিয়ে বারাসতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তুললেন হকার উচ্ছেদের প্রসঙ্গ ৷ জানালেন, এবার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবিষয়ে আলোচনা করা হবে ৷ তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

বারাসত, 18 অগাস্ট : শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় ঝটিকা সফরে গিয়ে ফের একবার স্টেশন থেকে হকার উচ্ছেদের বিষয়টি উস্কে দেন শিয়ালদা ডিভিশনের DRM শৈলেন্দার প্রতাপ সিং ৷ গতকাল দুপুরে রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে বারাসত স্টেশন পরিদর্শনে যান তিনি ৷ বারাসত জংশনের মডেল স্টেশনের কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখেন ৷ পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন "রেলের প্ল্যাটফর্ম থেকে যাতে ধীরে ধীরে হকার উচ্ছেদ করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে ৷ রাজনৈতিকভাবেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে ৷ " যদিও হকার উচ্ছেদের বিষয়টি টের পেয়ে কোরোনার আবহের মধ্যেই আন্দোলনে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন বারাসত স্টেশনের কয়েক'শো হকার ও ব্যবসায়ী ৷

কোরোনা আবহে গতকাল প্রথম শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় রুটিন পরিদর্শনে যান DRM ৷ প্রথমে হাসনাবাদ স্টেশন পরিদর্শনে যান তিনি ৷ সেখান থেকে দুপুরে রেলের বিশেষ ট্রেনে পৌঁছান বারাসত স্টেশনে । স্টেশন চত্বর, টিকিট কাউন্টারসহ বারাসত স্টেশন লাগোয়া রেলের হেলথ ইউনিট পরিদর্শন করেন । এছাড়াও মডেল স্টেশনের সিগন্যাল ব্যবস্থা, ইন্টারলকিং সিস্টেম-সহ একাধিক খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নিয়েছেন ৷ মডেল স্টেশন বারাসতের প্ল্যাটফর্ম থেকে হকার উচ্ছেদের বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে রেল কর্তৃপক্ষ । কিন্তু বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে সেটা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ । বারাসতের 1 নম্বর থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে একাধিক দোকান ৷ আছে হকার, খাবারের দোকান, ফল, চা, বিভিন্ন ম্যাগাজিনের স্টল ছাড়াও রয়েছে হরেক রকমের দোকান । এর উপর নির্ভর করছে কয়েক'শো মানুষের রুজিরুটি ৷ কোরোনার জেরে লকডাউন চলাকালীন বারাসতের প্ল্যাটফর্মের হকার ও ব্যবসায়ীরা একজোট হয়ে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন ৷

শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় পরিদর্শনে শিয়ালদা ডিভিশনের DRM শৈলেন্দার প্রতাপ সিং

গতকাল শিয়ালদা-বনগাঁ ও হাসনাবাদ শাখায় পরিদর্শনে এসে আরও একবার প্ল্যাটফর্ম থেকে হকার উচ্ছেদের বিষয়টি ফের একবার তুললেন DRM শৈলেন্দার প্রতাপ সিং । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন "স্টেশন থেকে ধীরে ধীরে হকার উচ্ছেদের চেষ্টা করা হবে ৷ তবে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া নেবে রেল । " বারাসত স্টেশনকে মডেল স্টেশন করার প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলেও জানান ৷

এদিকে সামান্য বৃষ্টি হলেই রেলের নবনির্মিত সাবওয়েlতে জল চুঁইয়ে পড়তে শুরু করে ৷ নির্মাণ নিয়েও অভিযোগ উঠেছে ৷ ফলে ভুক্তভোগী বারাসতের সাধারণ মানুষ ৷ সাবওয়ের ত্রুটি নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে DRM বলেন," বিষয়টি দেখে নেওয়া হচ্ছে ৷ "একবছর আগে বারাসত স্টেশনে পরিদর্শনে এসে তৎকালীন DRM সাবওয়ের ত্রুটি মেরামতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ৷ কিন্তু তারপরও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷

Last Updated :Aug 18, 2020, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.