ETV Bharat / state

Dilip Ghosh: মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার জন‍্যই যত গণ্ডগোল, মমতাকে নিশানা দিলীপের

author img

By

Published : Jun 27, 2023, 9:47 PM IST

Updated : Jun 28, 2023, 7:00 AM IST

Dilip Attacks Mamata
দিলীপ ঘোষ

সোমবার কোচবিহার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তার পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

মমতাকে নিশানা দিলীপের

বারাসত, 27 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে যাওয়ার জন‍্যই যত গণ্ডগোল, অশান্তি । উনিই হিংসায় মদত দিচ্ছেন । মমতার অভিযোগ খণ্ডন করে এভাবেই পালটা তাঁকে জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । মঙ্গলবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি । 'মেরা বুথ সবসে মজবুত'-নামে ওই কর্মসূচিতে এসে এ দিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ শোনেন বিজেপির এই সাংসদ । এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ‍্যে একের পর এক হিংসার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেন ।

প্রসঙ্গত, সোমবার কোচবিহারের চান্দামারিতে নির্বাচনী সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । তিনি বলেন, "যাবতীয় হিংসা,গণ্ডগোলের পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের চক্রান্ত রয়েছে ৷" এরপরই মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার 24 ঘণ্টা কাটতে না কাটতে কোচবিহারের গিতলদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব‍্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । সংঘর্ষে গুলিও চলে বলে অভিযোগ । তাতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর । গুলিবিদ্ধ হন আরও পাঁচজন ।

আরও পড়ুন: সীমান্তে যারা গুলি চালাবে তাদের বিরুদ্ধেও এফআইআর হবে, নিশীথকে ঠুকে আক্রমণ মমতার

সেই প্রসঙ্গ টেনে এ দিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "শুধু কোচবিহার কেন ! গোটা বাংলায় গণ্ডগোলের মূলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনিই এই ধরণের গণ্ডগোল করাচ্ছেন । জেড ক‍্যাটাগরির সুরক্ষায় ওনার নেতারা এসে বোমা-বন্দুক নিয়ে লড়াই করছেন । ওনারা এ সব বন্ধ করে দিলে পশ্চিমবঙ্গ শান্ত হয়ে যাবে ৷"

এ দিকে, কোচবিহারের নির্বাচনী সভা থেকে বিএসএফকেও নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়েও এ দিন মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি । দিলীপ ঘোষের কথায়, "উনিই(মুখ্যমন্ত্রী)বিএসএফকে দেখলে ভয় পান । সিআইএসএফ ও সেনাদের দেখে দেশের মানুষ যখন খুশি হয় তখন উনি এদের দেখে ভয় পান । কারণ, মুখ্যমন্ত্রী সবসময় অন‍্যায়কে প্রশয় দেন । ওনার পার্টির লোকেরা পাচারের সঙ্গে জড়িত । গরু ও সোনা পাচার করে বর্ডারে । তাই, বিএসএফের সঙ্গে ঝগড়া ৷"

আরও পড়ুন: শিগগিরই রাজ্যে পৌঁছবে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Last Updated :Jun 28, 2023, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.