ETV Bharat / state

''দিলীপ ঘোষ একটা পাগল'', মন্তব্য জ্যোতিপ্রিয়র

author img

By

Published : Jan 20, 2020, 8:33 AM IST

CAA ও NRC নিয়ে BJP-র রাজ্য সভাপতির কড়া সমালোচনা করলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । বারাসতে এক দলীয় কর্মশালায় যোগ দিয়ে দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করেন তিনি ।

jyotipriyo mallick
জ্যোতিপ্রিয় মল্লিক

বারাসত, 20 জানুয়ারি : রাজ্যে CAA ও NRC হবে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেছিলেন, ''যারা এর বিরোধিতা করবে তাদেরকেও দেশ থেকে বের করে দেওয়া হবে ।'' রবিবার বারাসতে তাঁর কথার পালটা জবাব দেন জ্যোতিপ্রিয় । ''রাঁচির পাগলাগারদে থাকার কথা যার, সে চলে এল বারাসতে । দিলীপ ঘোষ একটা উন্মাদ ও পাগল ।'' CAA ও NRC নিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে জ্যোতিপ্রিয় বলেন," ওর কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এ রাজ্যে কোনওভাবেই CAA,NRC কিংবা NPR চালু হবেনা ।" NRC -র সমর্থনে BJP-র রাজ্য সভাপতির মিছিলে পাগলাগারদ থেকে লোক আনা হয়েছে বলেও মন্তব্য করেন জ্যোতিপ্রিয় ।

দিলীপ ঘোষকে কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের
রবিবার রাতে বারাসত পৌরসভার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে CAA বিরোধী এক কর্মশালায় যোগ দিতে আসেন জেলা তৃণমূলের সভাপতি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ওর কথাবার্তায় সামঞ্জস্য নেই। ওর মন্তব্যের জবাব আমার দলের ব্লক, বুথ সভাপতিরাই দেবেন। আমি শুনেছি ৩ হাজার লোকও হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ৫ লাখ মানুষের জমায়েত হয়েছে। ওর এটা বোঝা উচিত।মমতার সঙ্গে লড়তে গেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও চিন্তা করতে হবে।"

CAA-এর সমর্থনে বারাসতে দলীয় এক সভা থেকে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, "দিদিমণির উপর ভরসা করবেন না। আপনারা নিদির্ষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল-আপ করলেই নাগরিকত্ব পাবেন। সময় পেরিয়ে গেলে তখন কিন্তু কাগজপত্র দেখাতে হবে আপনাদের। " দিলীপের এই কথার উত্তরে জ্যোতিপ্রিয় তাঁকে মানসিকভারসাম্যহীন বলে কটাক্ষ করেন।

CAA নিয়ে BJP নেতারা পরস্পরবিরোধী মন্তব্য করছেন বলেও অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়ে তিনি বলেন, ''BJP নেতাদের বলব, এনিয়ে তারা ভালোভাবে ক্লাস করুন । যেমন দলীয় কর্মীদের নিয়ে আজ আমরা ক্লাস করলাম ৷"

বারাসত, 20 জানুয়ারি : রাজ্যে CAA ও NRC হবে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেছিলেন, ''যারা এর বিরোধিতা করবে তাদেরকেও দেশ থেকে বের করে দেওয়া হবে ।'' রবিবার বারাসতে তাঁর কথার পালটা জবাব দেন জ্যোতিপ্রিয় । ''রাঁচির পাগলাগারদে থাকার কথা যার, সে চলে এল বারাসতে । দিলীপ ঘোষ একটা উন্মাদ ও পাগল ।'' CAA ও NRC নিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই কটাক্ষ করলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে জ্যোতিপ্রিয় বলেন," ওর কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এ রাজ্যে কোনওভাবেই CAA,NRC কিংবা NPR চালু হবেনা ।" NRC -র সমর্থনে BJP-র রাজ্য সভাপতির মিছিলে পাগলাগারদ থেকে লোক আনা হয়েছে বলেও মন্তব্য করেন জ্যোতিপ্রিয় ।

দিলীপ ঘোষকে কটাক্ষ জ্যোতিপ্রিয় মল্লিকের
রবিবার রাতে বারাসত পৌরসভার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে CAA বিরোধী এক কর্মশালায় যোগ দিতে আসেন জেলা তৃণমূলের সভাপতি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ওর কথাবার্তায় সামঞ্জস্য নেই। ওর মন্তব্যের জবাব আমার দলের ব্লক, বুথ সভাপতিরাই দেবেন। আমি শুনেছি ৩ হাজার লোকও হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ৫ লাখ মানুষের জমায়েত হয়েছে। ওর এটা বোঝা উচিত।মমতার সঙ্গে লড়তে গেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও চিন্তা করতে হবে।"

CAA-এর সমর্থনে বারাসতে দলীয় এক সভা থেকে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, "দিদিমণির উপর ভরসা করবেন না। আপনারা নিদির্ষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল-আপ করলেই নাগরিকত্ব পাবেন। সময় পেরিয়ে গেলে তখন কিন্তু কাগজপত্র দেখাতে হবে আপনাদের। " দিলীপের এই কথার উত্তরে জ্যোতিপ্রিয় তাঁকে মানসিকভারসাম্যহীন বলে কটাক্ষ করেন।

CAA নিয়ে BJP নেতারা পরস্পরবিরোধী মন্তব্য করছেন বলেও অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়ে তিনি বলেন, ''BJP নেতাদের বলব, এনিয়ে তারা ভালোভাবে ক্লাস করুন । যেমন দলীয় কর্মীদের নিয়ে আজ আমরা ক্লাস করলাম ৷"

Intro:যার রাঁচির পাগলা গারদে থাকার কথা,সে চলে এল বারাসতে।দিলীপ ঘোষ একটা উন্মাদ ও পাগল।ওর কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন,এ রাজ্যে কোনওভাবেই CAA,NRC কিংবা NPR চালু হবেনা।CAA নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব এভাবেই দিলেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। Body:বারাসতঃযার পাগলা গারদে থাকার কথা,সে চলে এল বারাসতে!দিলীপ ঘোষ একটা উন্মাদ,পাগল।ওর কথা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।মমতা বন্দোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন এ রাজ্যে CAA,NPR কিংবা NRC কোনওটায় চালু হবেনা।CAA নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে এভাবেই জবাব দিলেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।CAA-এর সমর্থনে বারাসতে দলীয় এক সভা থেকে দিলীপ ঘোষ মন্তব্য করেন,দিদিমনির ওপর ভরসা করবেন না।আপনারা নিদিষ্ট সময়ের মধ্যে ফরম ফিলাপ করলেই নাগরিকত্ব পাবেন।সময় পেরিয়ে গেলে তখন কিন্তু কাগজপত্র দেখাতে হবে আপনাদের।দিলীপ বাবুর এই মন্তব্য নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তাকে পাগলের সঙ্গে তুলনা করেন।বলেন,পাগলের কথার কোনও উত্তর দিইনা আমি।ওর সম্পর্কে বেশি বলতে গেলেই আমাকে কামড়ে দিতে পারে।এরপরই দিলীপকে কটাক্ষ করে জেলা তৃনমূলের সভাপতি বলেন,ওর(দিলীপ)তো রাচির পাগলা গারদে থাকার কথা।ও(দিলীপ)কিভাবে বারাসতে আসল?দিলীপ কি বলল,তাতে কিছু আসে যায়না।মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ রাজ্যে কোনওভাবেই CAA,NRC কিংবা NPR লাগু হবেনা।রাজ্যের ১০ কোটি মানুষ আশ্বস্ত।তাদের পাহারাদার মুখ্যমন্ত্রী।আজ রাতে বারাসত পৌরসভার বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে CAA বিরোধী এক কর্মশালায় যোগ দিতে আসেন জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন,ওর কথাবার্তা,রুচিবোধ সামঞ্জস্য নয়।ওর মন্তব্যের জবাব আমার দলের ব্লক,বুথ সভাপতিরাই দেবে।বিজেপির রাজ্য সভাপতির মিছিলের জমায়েত নিয়ে তিনি বলেন,আমি শুনেছি ৩ হাজার লোকও হয়নি।আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ৫ লাখ মানুষের জমায়েত হয়েছে।ওর এটা বোঝা উচিত।মমতার সঙ্গে লড়তে গেলে নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও চিন্তা করতে হবে।CAA নিয়ে বিজেপি নেতারা পরস্পরবিরোধী মন্তব্য করছে বলেও অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের।এবিষয়ে তার কটাক্ষ,বিজেপি নেতাদের বলব,এনিয়ে তারা ভালোভাবে ক্লাস করুন।যেমন দলীয় কর্মীদের নিয়ে আজ আমরা ক্লাস করলাম।দিলীপ ঘোষের পদযাত্রায় যারা হেঁটেছেন তাদেরকেও পাগলের সঙ্গে তুলনা করেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। Conclusion:দিলীপ ঘোষের মিছিলে পাগলা গারদ থেকে লোক নিয়ে আসা হয়েছিল বলেও কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।এমনকি মিছিলে যারা হেঁটে ছিলেন তাদরকেও পাগল বলে সম্বোধন করেন তিনি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.