ETV Bharat / state

Cut Money Controversy: ছেলের বিয়ে, আগের রাতে কাটমানির পোস্টার তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে!

author img

By

Published : Dec 11, 2022, 11:00 PM IST

Cut Money Controversy
ETV Bharat

ছেলের বিয়ের পারিবারিক অনুষ্ঠানের আগের দিন এলাকাজুড়ে দুর্নীতির পোস্টার দেগঙ্গায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে (Cut Money Controversy ) ৷ বিরোধী দলের ষড়ষন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পঞ্চায়েত প্রধান ৷

দেগঙ্গা, 11 ডিসেম্বর: বাড়িতে চলছে ছেলের বিয়ের তোড়জোড় (cut money poster against TMC panchayat Pradhan) ৷ তার ঠিক আগের রাতেই দেগঙ্গার নুরনগর পঞ্চায়েত প্রধান উমা দাসের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির পোস্টার এলাকায় ৷ তার জেরেই সরগরম হয়ে উঠল উত্তর 24 পরগনার দেগঙ্গা । বাড়ির অদূরে বিস্তীর্ণ এলাকাজুড়ে একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির ইস্যু তুলে কাটমানির পোস্টার পড়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবারের সদস্যরা । পরিকল্পিতভাবে তাঁকে ও তাঁর পরিবারকে কলুষিত করার চেষ্টা চলছে অভিযোগ দেগঙ্গার নুরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান উমা দাসের ।

অসৎ পথে দুর্নীতিতে জড়িয়ে কাটমানি নিয়ে পাকা মোজাইক বাড়ি তৈরি করেছেন পঞ্চায়েত প্রধান, এই অভিযোগে পোস্টার এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে । এমনকী, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প-সহ 100 দিনের কাজের টাকাও আত্মসাৎ করেছেন প্রধান উমা দাস এবং তাঁর স্বামী নিলুপদ দাস । সেই অভিযোগ তোলা হয়েছে পোস্টারে । গ্রাম প্রধানের অভিযোগ, রবিবার ছেলের বিয়ে তার আগে অর্থাৎ শনিবার রাতেই প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার ৷ রাজনৈতিক প্রতিহিংসা, কুৎসা এবং চক্রান্ত করেই এই ধরনের পোস্টার ফেলা হয়েছে ।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, উত্তাল দুর্গাপুর বেনাচিতি বাজার

অন্যদিকে, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে দেগঙ্গার নুরনগর পঞ্চায়েত এলাকায় । বিরোধী শিবিরের অভিযোগ, তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। ফলে তাঁদের বিরুদ্ধে পোস্টার পড়াটাই স্বাভাবিক। এর মধ্যে চক্রান্তের কিছু নেই । ইতিমধ্যেই সমস্ত ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.