ETV Bharat / state

Coronavirus: সাধারণ ওয়ার্ডেই ভর্তি করোনা আক্রান্ত ! প্রতিবাদে সরব বাকি রোগীরা

author img

By

Published : Jul 6, 2022, 2:30 PM IST

Covid Positive Patient allegedly getting treatment under general ward in Panihati State General Hospital
Coronavirus: সাধারণ ওয়ার্ডেই ভর্তি করোনা আক্রান্ত ! প্রতিবাদে সরব বাকি রোগীরা

সাধারণ মহিলা বিভাগে কোভিড আক্রান্ত (Covid Positive) বৃদ্ধাকে ভর্তি রেখে চিকিৎসার অভিযোগ ৷ কাঠগড়ায় উত্তর 24 পরগনার পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল (Panihati State General Hospital) ৷

পানিহাটি, 6 জুলাই: সাধারণ ওয়ার্ডেই কোভিড আক্রান্ত (Covid Positive) বৃদ্ধাকে ভর্তির অভিযোগ ৷ প্রতিবাদে ওয়ার্ডের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন অন্যান্য রোগী ও তাঁদের পরিবারের আত্মীয়রা ৷ যদিও, যে বৃদ্ধাকে ভর্তি করা নিয়ে বিতর্ক, তাঁর মেয়ের দাবি, তাঁর মা করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন 10 দিন আগে ৷ সেই সময় তাঁর চিকিৎসাও করানো হয়েছিল বেসরকারি হাসপাতালে ৷ কিন্তু, সুস্থ হওয়ার পর আবার পেটের সমস্যা দেখা দেয় তাঁর ৷ সেই কারণেই মঙ্গলবার রাতে ওই বৃদ্ধাকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে (Panihati State General Hospital) ভর্তি করা হয় ৷

মঙ্গলবার গভীর রাতে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেল, হাত স্যালাইনের বোতল নিয়ে ওয়ার্ডের বাইরে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা ৷ কয়েকজন রোগীর আত্মীয়কেও সেখানে অপেক্ষা করতে দেখা যায় ৷ তাঁদের সকলেরই অভিযোগ, করোনা আক্রান্ত এক বৃদ্ধাকে তাঁদের সঙ্গে একই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ৷ তাই সংক্রমণের আশঙ্কায় ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 2 হাজার, মৃত আরও 3

প্রসঙ্গত, অতিমারির বাড়াবাড়ির সময় পানিহাটি হাসপাতালে কোভিড বিভাগ চালু করা হয়েছিল ৷ কিন্তু, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালে ফের সাধারণ রোগীদের চিকিৎসা শুরু করা হয় ৷

তবে, করোনা বাগে এলেও কোভিড আক্রান্তকে যে কোনওভাবেই বাকি রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা করানো উচিত নয়, সেকথা বরাবরই বিশেষজ্ঞরা বলেছেন ৷ বিশেষ করে, একজন করোনা আকান্তকে কখনই অন্য অসুস্থদের সঙ্গে রাখা যায় না ৷ সেক্ষেত্রে সংক্রমণ ছড়ালে বাকিদের স্বাস্থ্য নিয়ে বড়সড় জটিলতা তৈরি হতে পারে ৷ কোনও হাসপাতাল এমনটা করলে, তা আদতে কোভিড প্রোটোকল ভাঙারই সামিল ৷

রাতে ওয়ার্ডের বাইরে চলে আসেন রোগীরা ৷

যে বৃদ্ধাকে নিয়ে সমস্যার সূত্রপাত, তাঁর মেয়ে জানিয়েছেন, তাঁর মায়ের বয়স 68 বছর ৷ বৃদ্ধা যে 10 দিন আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাও স্বীকার করেছেন তিনি ৷ কিন্তু, এখনও তিনি সক্রিয় করোনা রোগী কিনা, সেটা স্পষ্ট নয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি ৷ ফলে রাতভর জটিলতাও কাটেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.