ETV Bharat / state

বারাসতে দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

author img

By

Published : Dec 18, 2020, 3:26 PM IST

Updated : Dec 18, 2020, 5:18 PM IST

Barasat news
বারাসত থানার সামনে ভিড়

সংঘর্ষের ঘটনায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পালটা অভিযোগ তুলছে তৃণমূল ও বিজেপি ।

বারাসত, 18 ডিসেম্বর : দেওয়াল লেখাকে কেন্দ্র করে বারাসতে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধল । বিজেপির অভিযোগ, পরিকল্পনা করে তৃণমূল তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে । জখম হয়েছেন কয়েকজন । বাদ যায়নি মহিলারাও । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । পালটা বিজেপির বিরুদ্ধেই বারাসতকে অশান্ত করার অভিযোগ তুলেছে তারা । ঘটনার পরই বারাসত থানায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে ।

আজ সকালে পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের রেডিয়াল গ্রাউন্ড রোডের একটি দেওয়ালে দলীয় প্রতীক পদ্ম আঁকার কাজ করছিলেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা । সেই সময় তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা এসে দেওয়াল লেখার কাজে বাধা দেন বলে অভিযোগ । শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা-হাতাহাতি-সংঘর্ষ । পরে বারাসত থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় ।

দেওয়াল লেখাকে কেন্দ্র করে সংঘর্ষ

ঘটনায় হীরা ওঁরাও নামে বিজেপির এক মহিলা কর্মী আক্রান্ত হন । বলেন, "দেওয়াল লেখার সময় তৃণমূলের লোকজন এসে দাবি করতে থাকে, সেই দেওয়াল নাকি তাঁদের । আমরা লেখার কাজ বন্ধও করে দিচ্ছিলাম । সেই সময় আমাদের নেতা ও কর্মীদের উপর হামলা চালানো হয় । আমাকেও মারধর ও অশ্লীল কথাবার্তা বলা হয়েছে ।"

আক্রান্ত বিজেপির বুথ সভাপতি কৃশাণু মজুমদার বলেন, "দেওয়াল কারও ব্যক্তিগত সম্পত্তি নয় । আমরা বাড়ির মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লেখার কাজ করছিলাম । তা সত্ত্বেও পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে । ওঁদের মেয়াদ আরও মাত্র চারমাস । সেই কারণেই হামলা চালাচ্ছে আমাদের কর্মীদের উপর ।"

যদিও ঘটনার কথা অস্বীকার করে পালটা বিজেপির বিরুদ্ধেই অশান্তি তৈরির অভিযোগ এনেছেন জেলা তৃণমূলের মুখপাত্র ও পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । তিনি বলেন,"ওই দেওয়ালে দীর্ঘদিন ধরে তৃণমূল প্রচার করে আসছে । তা সত্ত্বেও বিজেপির কিছু উঠতি মস্তান গন্ডগোল পাকাতে সেই দেওয়াল দখল করতে গিয়েছিল । এলাকার মানুষ তা বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে তাঁদের বিরুদ্ধে। বিজেপি শান্ত বারাসতে অশান্তি তৈরির চেষ্টা করছে । যেটা আমরা কিছুতেই মেনে নেব না ।"

এদিকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আজ দুপুরে বারাসত থানায় অভিযোগ দায়ের করে বিজেপি ।

Last Updated :Dec 18, 2020, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.