ETV Bharat / state

Drone Near Petrapole Border : পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্য

author img

By

Published : Mar 19, 2022, 7:23 PM IST

Updated : Mar 19, 2022, 7:31 PM IST

কী করে এই ড্রোনটি এখানে এল (Drone found near Petrapole Border) তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Drone Found Near Petrapole
পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্যে

বনগাঁ, 19 মার্চ : ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের কালিয়ানি এলাকা থেকে উদ্ধার হল ড্রোন (Drone found near Petrapole Border) ৷ শনিবার সকালে এলাকার একটি চাষের জমিতে ড্রোনটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা । আন্তর্জাতিক সীমান্ত থেকে 500 মিটারের মধ্যে ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পঙ্কজ সরকার নামে এক কৃষক সীমান্ত লাগোয়া তাঁর চাষের জমিতে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন ৷ প্রাথমিকভাবে ড্রোনটি দেখে তিনি বুঝে উঠতে পারেননি এটি কী জিনিস ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে বোঝা যায় ওই জিনিসটি ড্রোন ৷ সেটিকে নিয়ে নিজের বাড়িতে চলে যান ওই ব্যক্তি ৷

পেট্রাপোল সীমান্তে উদ্ধার চিনা ড্রোন, এলাকায় চাঞ্চল্যে

আরও পড়ুন : ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

খবর দেওয়া হয় পেট্রাপোল থানায়। খবর পেয়ে পেট্রাপোল থানার পুলিশ ড্রোনটি নিজেদের হেফাজতে নেয় । পুলিশ জানিয়েছে, ড্রোনটি চিনে তৈরি। চারটি পাখাবিশিষ্ট। যার মধ্যে একটি পাখা ভাঙা ছিল। তবে এই ড্রোনে কোনও ক্যামেরা বসানো ছিল না বলেই পুলিশের দাবি ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই জাতীয় ড্রোন মূলত সীমান্ত এলাকায় পাচার-সহ বিভিন্ন বেআইনি কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ৷ ঠিক কী কারণে এই ড্রোনটি ব্যবহার করা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Mar 19, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.