ETV Bharat / state

বারাসতে মদ, গাঁজার আসরের প্রতিবাদ করায় রাতভর বোমাবাজি

author img

By

Published : Jul 28, 2020, 2:05 AM IST

দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও জুয়ার আসর বসছিল এলাকায় । স্থানীয় দুষ্কৃতীদের পাশাপাশি সেখানে ভিড় করছিল বহিরাগতরাও ।

Barasat
উদ্ধার তাজা বোমা

বারাসত , 27 জুলাই : মদ, গাঁজা ও জুয়ার আসরের প্রতিবাদ করায় রাতভর বোমাবাজি করল দুষ্কৃতীরা । বারাসতের হৃদয়পুরের বাদামতলার পূর্বাশার ঘটনা । খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থানে আসে পুলিশ । সেখান থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার হয় ।


দীর্ঘদিন ধরে মদ, গাঁজা ও জুয়ার আসর বসছিল এলাকায় । স্থানীয় দুষ্কৃতীদের পাশাপাশি সেখানে ভিড় করছিল বহিরাগতরাও । মত্ত অবস্থায় প্রকাশ্যে অশ্রাব্য গালিগালাজও চলত । তার জেরে রাতে বাড়ির বাইরে বের হতে পারতেন না এলাকার মহিলারা । সবসময় আতঙ্কের মধ্যে থাকত হত তাঁদের । অভিযোগ , সাহস করে কখনও কেউ প্রতিবাদ করলে জুটত হুমকি , অশ্লীল কথাবার্তা । এর আগে এলাকার এক ব্যক্তি প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মার খেতে হয় দুষ্কৃতীদের হাতে । বেশ কিছুদিন চিকিৎসার জন্য ভরতি থাকতে হয় হাসপাতালে । স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রশাসন কারওরই এই বিষয়টি অজানা নয় । কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । ফলে দিনে-রাতে দুষ্কৃতীদের অসামাজিক কার্যকলাপে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার বাসিন্দারা । রবিবার বিকেলে একজোট হয়ে এর প্রতিবাদ করেন তাঁরা । তখনকার মতো দুষ্কৃতীরা চলে গেলেও অন্ধকার হতেই শুরু হয় তাদের দৌরাত্ম্য । রাতভর বোমাবাজি চলে ।

শুনে নিন স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের বক্তব্য
এই বিষয়ে মৌসুমি বিশ্বাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন , "আমার সবেমাত্র বিয়ে হয়েছে । কাজের সূত্রে স্বামীকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয় । ফলে দুষ্কৃতী দৌরাত্ম্যে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় । বিষয়টি এলাকার প্রাক্তন কাউন্সিলর জানেন । কিন্তু তাঁকে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি । হয়ত তিনি চান না সমস্যার সমাধান হোক ।"

এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । তৃণমূল ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে । শাসকদলের স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রণবনন্দন চৌধুরি বলেন , "এলাকার কয়েকজনের মদতে সেখানে দুষ্কৃতীরা অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে । না হলে বহিরাগতরা মদ ,গাঁজা ও জুয়ার আসর বসানোর সাহস পেত না । আর মদত দিচ্ছে BJP-র কয়েকজন । আমরা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি । আমি নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছি । "

যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় BJP নেতা মৌসম বিশ্বাস বলেন , " উনি এর মধ্যেও রাজনীতি খুঁজে পাচ্ছেন । এটাই দুঃখের বিষয় । এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে উনি কোনও দায়িত্বই ঠিকমতো পালন করেননি । নিজের ব্যর্থতা ঢাকতে BJP-র ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.