ETV Bharat / state

Slap Controversy: চড়কাণ্ডে অভিযুক্ত 'হাওয়া'! গ্রেফতারের দাবিতে দত্তপুকুরে মিছিল গেরুয়া শিবিরের

author img

By

Published : Jan 14, 2023, 10:27 PM IST

চড়কাণ্ডে (Slap Controversy) এবার অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ির সামনে মিছিল করে হুঁশিয়ারি দিল গেরুয়া শিবির। আন্দোলনে ফের সরগরম দত্তপুকুরের নীলগঞ্জ। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

TMC Worker Slapped BJP Leader
গ্রেফতারের দাবিতে দত্তপুকুরে মিছিল গেরুয়া শিবিরের

দত্তপুকুর, 14 জানুয়ারি: চড়কাণ্ডে আন্দোলনের তীব্রতা যত বাড়ছে ততই যেন তেতে উঠছে রাজ্য-রাজনীতি! ঘটনার পরপরই অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়ের গ্রেফতারের দাবিতে পথে নেমে সরব হয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। সেই আন্দোলনের রেশ কাটতে না-কাটতেই এবার অভিযুক্ত তৃণমূল কর্মীর বাড়ির সামনে থেকে মিছিল করে হুঁশিয়ারি দিলেন পদ্মশিবিরের কর্মী-সমর্থকরা (BJP Organized a Rally in Duttapukur)। যার জেরে শনিবার সন্ধ্যায় ফের সরগরম হয়ে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ সুভাষনগর এলাকা।

যদিও বিজেপির তরফে স্লোগান, শাসকদলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়া হলেও শান্তিপূর্ণভাবেই এদিন শেষ হয়েছে গেরুয়া শিবিরের প্রতিবাদ মিছিল। চড়কাণ্ডে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে শনিবার রাজ‍্যজুড়েই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে বিজেপির তরফে। সেইমতো এদিন সন্ধ্যায় সুভাষনগরের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় স্থানীয় নেতৃত্বের উদ্যোগে। মিছিলের পুরোভাগে ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র।

মিছিল প্রায় দু'কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় এসে মিলিত হয় সুভাষনগরের পার্টি অফিসের সামনে। মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়ায় দলীয় কর্মী-সমর্থকদের নিশানার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত শাসকদলের কর্মীর বাড়ির সামনে থেকে মিছিল যাওয়ার সময়ও দেওয়া হয় স্লোগান এবং হুঁশিয়ারি। তাতে রীতিমতো সরগরম হয়ে ওঠে এলাকা। এই ইস্যুতে তৃণমূলকে আবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বিজেপির জেলা সভাপতি তাপস মিত্রকে।

আরও পড়ুন: বিজেপির মণ্ডল সভাপতিকে চড় মারার ঘটনার নিন্দা অধীরের

এই বিষয়ে তিনি বলেন,"দিদির দূতেরা এখন দৈত্য হয়ে গিয়েছে। তা না-হলে এমন কাণ্ড ঘটতে পারে না কখনও। দিদির সুরক্ষা কবচ-কর্মসূচিতে সাধারণ মানুষ অভিযোগ জানাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই অভিযোগ জানাতে গিয়ে মন্দির কমিটির কোষাধ‍্যক্ষ ও স্থানীয় বিজেপি নেতা সাগর বিশ্বাসকে আক্রান্ত হতে হল মন্ত্রীর সামনেই। আমরা চাই, দোষী ওই তৃণমূল কর্মীকে দ্রুত গ্রেফতার করা হোক। এরপরও পুলিশ যদি নিরপেক্ষ হয়ে কাজ না-করে তাহলে আগামিদিনে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে।"

অন্যদিকে, ঘটনার পর থেকেই সুভাষনগরের বাড়ি থেকে বেপাত্তা হয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মী শিবম রায়। তাঁর কোনও খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে ৷ স্থানীয় সূত্র মারফত খবর, চড়কাণ্ডে অভিযুক্তের পরিবারকে আবার পালটা শাসানির অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ মানতে চাননি বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.