ETV Bharat / state

BJP MLA Subrata Thakur: মানুষ আগামিদিনে 'বলি' দেবে ! বিডিওকে আক্রমণ বিজেপি বিধায়কের

author img

By

Published : Jul 18, 2023, 10:21 PM IST

Updated : Jul 19, 2023, 9:45 AM IST

BJP MLA Subrata Thakur
গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর

ভোটকে ঘিরে নানা অভিযোগ নিয়ে গাইঘাটায় অবস্থান বিক্ষোভ করল বিজেপি ৷ সেই কর্মসূচি থেকে স্থানীয় বিডিওকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক ৷ পালটা দিল শাসক শিবিরও ৷

গাইঘাটা, 18 জুলাই: বিডিওকে দেখে নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর । ফের বিডিও এবং পুলিশ প্রশাসনকে বেনজিরভাবে আক্রমণ করলেন তিনি । মানুষ পুলিশকে ধরে মারবে, থানা জ্বালিয়ে দেবে, বিডিওকে 'বলি' দেবে ৷ এমনই মন্তব্য করেন তিনি । একজন আইনসভার সদস্যের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি আইন হাতে তুলে নেওয়ার মতো মন্তব্য করতে পারেন ?

অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থীদের সার্টিফিকেট অন্যদের দিয়ে দেওয়া হয়েছে । পুলিশ প্রশাসনের মদতে হিংসা হয়েছে ৷ এমন নানাবিধ অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর 24 পরগনার চাঁদপাড়ায় গাইগাটা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি । সেখানে কালো মবিল মাখানো ফুল ও কালো মিষ্টি হাতে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত ঠাকুর অভিযোগ তোলেন, পঞ্চায়েত নির্বাচনে তাদের প্রার্থীদের বিভিন্নভাবে হারিয়ে দেওয়া হয়েছে । তৃণমূলের একাধিক এজেন্টকে প্রবেশপত্র দেওয়া হয়েছে । তাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট অন্যকে দেওয়া হয়েছে । যার নাটের গুরু গাইঘাটার বিডিও ও গাইঘাটা থানার আধিকারিক ।

বিধায়ক বলেন, "কিছু দিনের মধ্যে আমাদের সরকার আসবে । তখন মানুষ এদের কাপড় ধোয়ার মত ধোলাই দেবে । মানুষ বিডিও, এসডিও, ডিএম কেউকে দেখবে না, গণধোলাই দেবে । থানা জ্বালিয়ে দেবে । বিডিও কোথায় পালিয়ে যাবে ওকে মানুষ খুঁজে মারবে । শুধু সময়ের অপেক্ষা ।" এখানেই ক্ষান্ত হয়নি বিধায়ক সুব্রত ঠাকুর । বিডিওকে আক্রমণ করে তিনি বলেন, "মানুষকে বলি দেওয়ার আগে তেল সিন্দুর দেয় । আজ আমরা তেল সিন্দুর দিতে এসেছি । এর পরে সাধারণ মানুষ বলি দেবে ।"

আরও পড়ুন: ভোট মিটতেই এলাকায় শাসকদলের সন্ত্রাস, প্রাণ বাঁচাতে পার্টি অফিসে আশ্রয় বিজেপি কর্মীদের

বিক্ষোভ কর্মসূচি শেষে সুব্রত ঠাকুর ও দেবদাস মণ্ডলের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বিডিও অফিসে প্রবেশ করেন । তাদের হাতে ছিল সেই কালো মবিল মাখানো ফুল ও কালো মিষ্টি । যা তারা গাইঘাটার বিডিও সঞ্জয় সেনাপতির হাতে তুলে দিতে গিয়েছিলেন । কিন্তু বিডিও নিজের অফিসে না থাকায় জয়েন্ট বিডিও কার্তিক রায়ের হাতে ফুল ও কালো মিষ্টি তুলে দিয়েছেন জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল ।

ফুল ও মিষ্টি তুলে দেওয়ার সময় জয়েন্ট বিডিওর উদ্যেশ্যে দেবদাস মণ্ডলকে বলতে শোনা যায়, এই ফুল মিষ্টি বিডিও-র জন্য । আপনার জন্য নয় । বিডিও থাকলে ফুল আর মবিল তাঁর মুখে মাখিয়ে দিতাম । এরপর বিজেপি নেতৃত্বে বেরিয়ে এসে অফিসের সামনে চোর বিডিও পালিয়েছে বলে স্লোগান তোলেন । এ বিষয়ে দেবদাস মণ্ডল বলেন, "আমরা দেখি সমাজে পুলিশ ঢুকলে চোর পালায়, কিন্তু যখন বিজেপির কর্মীরা এবং আমরা ঢুকেছি বিডিও পালিয়ে গিয়েছে । উনি চোর ! ব্যালট বাক্স চুরি করেছেন, তাই পালিয়ে গিয়েছেন । উনি যদি থাকতেন তাহলে পোড়া ডিজেল মুখে লাগিয়ে দিতাম ।"

আরও পড়ুন: 57 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা পুলিশের, অভিযোগ গ্রামবাসীদের

বিষয়টি নিয়ে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি বলেন, "এখানকার মানুষ এই ধরনের কথা গ্রহণ করে না । বাংলার কৃষ্টি কালচারের সঙ্গে মানায় না । ওদেরকে মানুষ বর্জন করেছে । আগামিদিনে পাগলের মত ঘুরে বেড়াবে ।"

Last Updated :Jul 19, 2023, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.