ETV Bharat / state

Bjp leader murder : গোপালনগরে বিজেপি নেতাকে মারধর করে খুন, অভিযুক্ত তৃণমূল

author img

By

Published : Sep 4, 2021, 6:53 PM IST

bjp leader allegedly murder by tmc in Gopalnagar of north 24 parganas
bjp leader allegedly murder by tmc in Gopalnagar of north 24 parganas

মৃত বিজেপি নেতা অরুণকুমার সরকার ওরফে সুজয় (56) চারবারের পঞ্চায়েত সদস্য । অতীতে পঞ্চায়েতের উপপ্রধানও ছিলেন তিনি ।

গোপালনগর, 4 সেপ্টেম্বর : ফের রাজ্যে খুন বিজেপি নেতা ৷ উত্তর 24 পরগনার গোপালনগর থানার নহাটা 87-এর কাকডাঙ্গা এলাকার ঘটনা । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ মৃত বিজেপি নেতা অরুণকুমার সরকার ওরফে সুজয় (56) চারবারের পঞ্চায়েত সদস্য । অতীতে পঞ্চায়েতের উপপ্রধানও ছিলেন তিনি । বর্তমানে তিনি দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা । তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত 31 অগস্ট নহাটা বাজার সংলগ্ন চৌবেড়িয়া 2 নম্বর পঞ্চায়েতে বিজেপির প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি ছিল । সেই ভোটে প্রচুর মানুষ জড়ো করেছিল তৃণমূল । তারা পুলিশের মদতে বিজেপির নেতা-কর্মীদের হেনস্থা করেছিল বলে অভিযোগ ৷ সেখানে অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে দিঘাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অরুণকুমার সরকারও উপস্থিত ছিলেন । ভোটাভুটি শেষে বিকেলে নহাটা বাজার থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন অরুণবাবু । অভিযোগ, সেই সময়ই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পিছন থেকে লাঠি দিয়ে তাঁকে মারধর করে ৷ তাঁর বুকে পিঠে আঘাত লাগে । আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে পাল্লা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান দলের কর্মীরা । সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় । শনিবার ভোররাতে হঠাৎ তাঁর বুকে, পিঠে যন্ত্রণা শুরু হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷

স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন ওই বিজেপি নেতার স্ত্রী শিবানী সরকার ৷ তিনি বলেন, "চৌবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটাভুটির দিন আমার স্বামীকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে । সেই মারধরের কারণেই মৃত্যু হয়েছে ।" এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন তিনি । এই বিষয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভায় বিজেপির বিধায়ক স্বপন মজুমদার বলেন, "তৃণমূলের লোকেরা অরুণকুমার সরকারকে মারধর করে ৷ তিনি মারধর সহ্য করতে পারেননি ৷ যে কারণে তাঁর মৃত্যু হয়েছে । দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি ।"

আরও পড়ুন : TMC joining : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ গোপালনগর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিশীথ বালা বলেছেন, "সব মৃত্যুই দুঃখজনক । রাজনীতি করতে এসে কারও মৃত্যু হোক আমরা এটা চাই না । বিজেপি বিধায়ক নিজেই উত্তেজনা ছড়িয়েছিলেন ৷ অরুণকুমার সরকারের মৃত্যুতে যদি তৃণমূলের দিকে আঙুল ওঠে তাহলে সেটা ঠিক নয় ৷ ওনার কিছুদিন আগে স্ট্রোক হয়েছিল ৷ তাই ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে ।"

খবর পেয়ে মৃত বিজেপি নেতার বাড়িতে দেখা করতে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার-সহ এলাকার বিজেপি নেতা-কর্মীরা । ঘটনাস্থলে যায় গোপালনগর থানার পুলিশ । পুলিশ দেহটি ময়নাতদন্তের পাঠিয়েছে ।

আরও পড়ুন : BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.