ETV Bharat / state

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট, মারধর-বাড়ি ভাঙচুর

author img

By

Published : Apr 18, 2021, 4:56 PM IST

bengal election 2021: after-election-political-clash-at-basirhat
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত বসিরহাট, মারধর-বাড়ি ভাঙচুর

ভোটের পরবর্তী হিংসায় তুমুল উত্তেজনা ছড়াল বসিরহাটে ৷ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একে-অপরের উপর হামলা চালানো ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷

বসিরহাট, 18 এপ্রিল: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন বিধানসভা এলাকা । কোথাও তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে । আবার কোথাও বিরোধী বিজেপি এবং আইএসএফ কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে । রাজনৈতিক এই অশান্তি নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী উভয়পক্ষই । শুরু হয়েছে চাপানউতোর ।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় চলছে পুলিশের টহল ।

পঞ্চম দফার ভোট শেষ হতে না-হতে ফের রাজনৈতিক হিংসা শুরু হয়েছে বসিরহাট মহকুমা জুড়ে । যার জেরে উত্তেজনা ছড়িয়েছে হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া এবং সন্দেশখালি বিধানসভা এলাকায় । হিঙ্গলগঞ্জের সেন্ডেলবিল পঞ্চায়েতের ভেটকি এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন শাসকদলের কর্মীরা । হামলার হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলারাও । রীতিমতো তাণ্ডব চালিয়ে সেখান থেকে চম্পট দেয় হামলাকারীরা ।

এই বিধানসভা লাগোয়া সন্দেশখালি বিধানসভার আগারআটি অঞ্চলে আবার দুই বিজেপি কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে । এ ক্ষেত্রে নাম জড়িয়েছে শাসকদলের । তাদের আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী ভাস্কর সরদার । মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতের গাজিপাড়ায় সংযুক্ত মোর্চার আইএসএফ কর্মীদের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । উঠেছে বাড়ি ভাঙচুর এবং লুঠপাটের অভিযোগও । হামলায় আইএসএফের কয়েকজন আহত হন । ফের হামলার আশঙ্কায় আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন । হাড়োয়া বিধানসভার কুলটি পঞ্চায়েতের চৌধুরী চক গ্রামে এক মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্ত ওই মহিলার নাম গীতা মণ্ডল । তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । আর এই সমস্ত ঘটনা ঘিরেই চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে ।

আরও পড়ুন: নির্বাচনের আগে নানুরে গ্রামছাড়াদের ফেরানোয় উদ্যোগী বিজেপি

হিঙ্গলগঞ্জের ঘটনার প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল কর্মীরা বলেন, "হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চেনা গেলেও বাকিদের চেনা সম্ভব হয়নি । ওরা বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজও করছিল । ছুড়ে ফেলে দিয়েছে ভাতের থালাও । হুমকি দিয়ে বলে গিয়েছে, তৃণমূল করলে ফল ভালো হবে না । ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছি আমরা"।

যদিও অভিযোগ অস্বীকার করে হিঙ্গলগঞ্জের ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন বিজেপি নেতা গৌরাঙ্গ পাল । তিনি বলেন,"বিজেপি হিংসার রাজনীতি করে না ।নিজেরা নিজেদের বাড়ি ভাঙচুর করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে । এসব করে কোনও লাভ হবে না"।

উত্তপ্ত বসিরহাট

এ দিকে,ভোট-পরবর্তী হিংসার প্রতিটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ । সেইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই সমস্ত বিধানসভা এলাকায় টহল চালাচ্ছে পুলিশের টিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.