ETV Bharat / state

Bengal Recruitment Scam: শাহিদের স্ত্রীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক, নিয়োগ দুর্নীতিতে যোগ থাকার অভিযোগ অস্বীকার শাসক নেতার

author img

By

Published : Feb 20, 2023, 8:29 PM IST

শাহিদের স্ত্রীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক
শাহিদের স্ত্রীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এজেন্ট শাহিদের স্ত্রীর সঙ্গে তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের ছবি প্রকাশ্যে এসেছে ! ওই কাউন্সিলরের সঙ্গে তাপস মণ্ডলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ । তাহলে কি নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে শাসকদলের জনপ্রতিনিধির ? তোপ দাগছে বিরোধীরা ৷

শাহিদের স্ত্রীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের ছবি ঘিরে বিতর্ক

বারাসত (উত্তর 24 পরগনা), 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্ত যত এগোচ্ছে ততই নিত্যনতুন তথ্য উঠে আসছে সিবিআইয়ের (CBI) হাতে । গত কয়েকদিনে একের পর এক এজেন্টের গ্রেফতারের ঘটনাও এসেছে সামনে । তারই মধ্যে এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত শাহিদ ইমামের স্ত্রী সোনামণির সঙ্গে বারাসতের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) তথা পৌর পারিষদ সৌমেন আচার্যের ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (CBI Arrests Tapas Mondal) সঙ্গেও শাসকদলের এই কাউন্সিলরের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তৃণমূলের এই কাউন্সিলরেরও কি যোগ রয়েছে ? ছবির সত‍্যতা মেনে নিলেও তাপস মণ্ডলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর সৌমেন আচার্য ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই যোগ মিলেছিল বারাসতের । তদন্ত করতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ধৃত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ভূমিকা ছিল সিবিআইয়ের স্ক‍্যানারে । এই তাপস মণ্ডলের বাড়িও বারাসতে । তাঁকে একাধিকবার সিবিআইয়ের জেরায় মুখে পড়তে হয়েছিল । এই দুর্নীতির দায় নিজের ঘাড় থেকে সে ঝেড়ে ফেলতে চাইলেও তাতে অবশ্য শেষরক্ষা হয়নি মানিক ঘনিষ্ঠ তাপসের । নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর সরাসরি যোগসূত্র মেলায় নিজাম প‍্যালেসে দীর্ঘ জেরার পর অবশেষে গ্রেফতার করা হয় তাপস মণ্ডলকে ।

তাপসের গ্রেফতারের ঠিক দু'দিন আগেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে ধরা পড়েন আরও এক এজেন্ট শাহিদ ইমাম । যাঁর শ্বশুরবাড়িও এই বারাসতে। পৌরসভার (Barasat Municipality) 22 নম্বর ওয়ার্ডের মধুমুরালি এলাকায় প্রাসাদতম বাড়ি শাহিদের স্ত্রী সোনামণির । আবার পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের যশোর রোডের পাশে হাটখোলাতে একটি পার্লারও রয়েছে তাঁর । অভিযোগ, ওই বাড়ি নির্মাণ ও এই পার্লার তৈরির ক্ষেত্রে শাহিদ ইমামের বড়সড় ভূমিকা রয়েছে । নিয়োগ দুর্নীতির টাকায় তা হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের ।

এসবের মধ্যেই এবার শাহিদের স্ত্রী সোনামণি ও তৃণমূল কাউন্সিলর সৌমেন আচার্যের একসঙ্গে ছবি প্রকাশ্যে চলে আসায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার (North 24 Parganas) জেলা সদর বারাসতে । সূত্রের খবর, শাহিদের স্ত্রীর পার্লারে নিয়মিত যাতায়াত ছিল সৌমেনের ৷ পার্লার উদ্বোধনেও তাঁকে দেখা গিয়েছিল । সেই সমস্ত ছবিই এখন সামনে শুরু করেছে । বিষয়টি কোনোভাবেই অস্বীকার করেছেন না সৌমেন আচার্য ৷ তিনি বলেন, "ও আমার পাড়ার মেয়ে । ও (সোনামণি)-র বাবার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক । সেই সুবাদেই ওকে চিনি । বিউটি পার্লার উদ্বোধনের জন্য ডেকেছিল । তাই সেখানে গিয়েছিলাম । ছবি থাকা মানেই কেউ অপরাধী নয় ।’’

নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছেন শাহিদ ৷ তিনি দোষী কি না, তা সময়ই বলবে ৷ আর তাঁর এর সঙ্গে যোগ আছে কি না, সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ যদিও সোনামণির কোনও বক্তব্য মেলেনি ৷ তাঁর সন্ধানে সংশ্লিষ্ট পার্লারে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে তাঁর দেখা মেলেনি ৷

এদিকে সৌমেনের সঙ্গে তাপস মণ্ডলের ঘনিষ্ঠতার অভিযোগও উঠেছে ৷ তবে সেটা পুরো অস্বীকার করেছেন এই তৃণমূল কাউন্সিলর ৷ তিনি বলেন, ‘‘তাপস মণ্ডলের সাথে কোনও ব‍্যক্তিগত সম্পর্ক নেই । শুধু ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ওকে চিনি । বেআইনি নিয়োগ নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয় । এই অভিযোগের কোনও সারবত্তা নেই ৷"

এদিকে, বিষয়টি নিয়ে বারাসত শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার পৌর পারিষদ অরুণ ভৌমিক বলেন, "আমরা যেহেতু একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেহেতু অনেকের সঙ্গে ছবি থাকাটাই স্বাভাবিক । তার মানে এই নয় যে সে অপরাধী হয়ে গেল । অনেকেই এখন ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । পিছনে কী রয়েছে, না রয়েছে সেটা একজন জনপ্রতিনিধির পক্ষে জানা সম্ভব নয় । সিবিআই একটি স্বশাসিত সংস্থা । তাঁরা তাঁদের মতো তদন্ত করবে । সেটাই সাধারণত হয়ে থাকে । বিজেপির কে কী বলল সেই কথা শুনে সিবিআই তদন্ত করবে না, সেটাই আমরা আশা করব । এবার বাকিটা তো তদন্ত সাপেক্ষ বিষয় ৷"

অন‍্যদিকে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তের স্ত্রীর সঙ্গে শাসক দলের কাউন্সিলরের ছবি প্রকাশ্যে আসতেই তেড়েফুড়ে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির । এই বিষয়ে বিজেপির (BJP) বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "নিয়োগ দুর্নীতির শিকড় বহুদূর বিস্তৃত । তাই, আমরা মনে করছি এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কাউন্সিলর সৌমেন আচার্যরও যোগ রয়েছে । তাঁকে সিবিআই কিংবা ইডি ডেকে তদন্ত করলেই সব সত‍্যতা সামনে চলে আসবে । আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সেই আবেদনই করব ৷"

আরও পড়ুন: 'অযোগ্যদের সকলের চাকরি গেলে গ্রামে হাহাকার পড়ে যাবে !' বলছেন চন্দনের পড়শিরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.