ETV Bharat / state

Bangaon BJP: বাকি ভাড়ার টাকা, বনগাঁ পার্টি অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক

author img

By

Published : Oct 17, 2021, 9:51 PM IST

বিজেপির বনগাঁ পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া ৷ তাঁর দেওয়া ভাড়ার ওই ঘরের টাকা না পাওয়ায় বিধায়ক এবং তাঁর ভাই এই কাজ করেছেন বলে অভিযোগ ওই পার্টি অফিসের সম্পাদকের ৷

Bangaon North MLA Ashok Kirtania Locked The BJP Party Office
বাকি ভাড়ার টাকা, বনগাঁ পার্টি অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক

বনগাঁ, 17 অক্টোবর : বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পার্টি অফিসের জন্য ঘর ভাড়া দিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ৷ সেই ঘর ভাড়ার টাকা বকেয়া থাকায় বিজেপির পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে দিলেন বিধায়ক ও তাঁর ভাই ৷ যদিও, তালা লাগিয়ে দেওয়া অস্বীকার করেছেন অশোক কীর্তনীয়া ৷ আর এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বনগাঁ তৃণমূল নেতৃত্ব ৷

বিজেপির উত্তর 24 পরগনা জেলার সংগঠনকে ভেঙে বনগাঁ সাংগঠনিক জেলা করা হয় ৷ সেই সময় বনগাঁ বিজেপির পার্টি অফিস করা হয় বনগাঁ শহরের গান্ধি পল্লিতে ৷ বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিস করা হয়েছিল ৷ জানা গিয়েছে, কিছু দিন আগে বিধায়ক বৈঠকের কথা বলে জেলা অফিসের চাবি নিয়েছিলেন ৷ তার পরে আর চাবি ফেরত দেননি ৷ শনিবার সন্ধ্যায় পার্টি অফিসের সম্পাদক সুবীর সেন সেখানে গিয়ে দেখেন তালা ঝুলছে ৷ এর পর তিনি অশোক কীর্তনীয়া কাছে পার্টি অফিসের চাবি আনতে যান ৷ সুবীরবাবুর অভিযোগ, ভাড়া না পাওয়ার কারণে চাবি দিতে অস্বীকার করেন বিধায়ক ৷ ভাড়া না পেলে চাবি দেবেন না বলে জানিয়ে দেন তিনি ৷

আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

সুবীরবাবু বলেন, ‘‘অশোক কীর্তনীয়া এবং তাঁর ভাই পার্টি অফিসে তালা দিয়েছে ৷ বলার কোনও ভাষা নেই ৷ বিজেপির বিধায়ক বিজেপির পার্টি অফিসে তালা দিয়েছেন ৷ এটা দুঃখজনক ৷ ভাড়া নিয়ে কোনও অসুবিধা থাকলে নিজেরা বসে মিটিয়ে নেওয়া যেত ৷’’ তাঁর আরও অভিযোগ, ‘‘এ বিষয়ের সমাধান করবার জন্য দলের শীর্ষ নেতৃত্ব বিধায়ককে ফোন করেছিল ৷ কিন্তু, উনি ফোন ধরেননি ৷"

বাকি ভাড়ার টাকা, বনগাঁ পার্টি অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক

আরও পড়ুন : Abhishek Banerjee : উৎসব শেষে 23 তারিখ থেকে উপ-নির্বাচনের প্রচার শুরু অভিষেকের

যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অশোক কীর্তনীয়া বলেন, ‘‘পার্টি অফিসের সেক্রেটারি কার প্ররোচনায় এমন কথা বলছেন আমার জানা নেই ৷ অভিযোগ ভিত্তিহীন ৷ ভাড়া নিয়ে সমস্যা নেই ৷"

এ বিষয়ে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস বলেন, ‘‘এটা বিজেপির গোষ্ঠীকোন্দল ৷ এই গোষ্ঠীকোন্দল থেকে বিজেপি বেরিয়ে আসতে পারবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.