ETV Bharat / state

বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, সন্দেশখালি প্রসঙ্গে মমতাকে তোপ অনুরাগের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 4:01 PM IST

Updated : Jan 13, 2024, 7:45 PM IST

Anurag Thakur
Anurag Thakur

Anurag Thakur: সন্দেশখালি থেকে পুরুলিয়া, কলকাতায় এসে একাধিক বিষয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ সন্দেশখালি প্রসঙ্গে তাঁর অভিযোগ, বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ আর পুরুলিয়ার ঘটনাকে তৃণমূলের তোষণের রাজনীতির ফল বলে দাবি করেছেন তিনি ৷

কলকাতা, 13 জানুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷’’ শনিবার কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন ৷ পাশাপাশি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের উপর কি কোনও নিয়ন্ত্রণ নেই ?’’

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে উত্তর 24 পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি ও কেন্দ্রীয় বাহিনী ৷ এ দিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা এই প্রসঙ্গেই অনুরাগ ঠাকুরের প্রতিক্রিয়া চান ৷ উত্তরে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ৷ মানুষের উপকারের জন্য যে টাকা আসে, সেই টাকা আত্মসাৎ করার পুরো ব্যবস্থা করা হয় ৷ এখানকার নেতা ও সরকার কাটমানির নামে পরিচিত হচ্ছেন ৷’’

তিনি আরও বলেন, ‘‘গরিব মানুষের ভালোর জন্য যে টাকা কেন্দ্রীয় সরকার পাঠায়, সেখান থেকেও কমিশন নেওয়ার সবরকম চেষ্টা করা হয় ৷ দুর্নীতি চরম সীমায় পৌঁছে গিয়েছে ৷ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করলে ইডির টিমের উপর হামলা হয় ৷’’ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্যের প্রশ্ন, ‘‘গরিবের টাকার হিসেব দেওয়ার প্রসঙ্গ উঠলে দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার কাজ পশ্চিমবঙ্গ সরকার কেন করে ?’’

এর পরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন ৷ কেন্দ্রের এই মন্ত্রী জানতে চান, ‘‘এখন প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের উপর কি কোনও নিয়ন্ত্রণ নেই ? নাকি উনি সবাইকে লুটের পুরো ছাড় দিয়েছে রেখেছেন ? নাকি তাঁর লোকেরাই তাঁর কথা শোনে না ?’’ এখানেই না থেমে তিনি বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করলে তৃণমূলের লোকেরা তদন্তকারী আধিকারিকদের আক্রমণ করে ৷ সারা দেশে এমন হয় না ৷ শুধু পশ্চিমবঙ্গে হয়৷ এ কেমন পরিস্থিতি ? এখানে আইনশৃঙ্খলার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷’’

পুরুলিয়ায় তিনজন সাধুর উপর হামলার যে ঘটনা ঘটেছে, তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন অনুরাগ ঠাকুর ৷ এই নিয়েও তিনি কাঠগড়ায় তুলেছেন রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে ৷ তিনি বলেন, ‘‘এই পরিস্থিতি কেন হল ? তোষণের রাজনীতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ রামজন্মভূমির শিলান্যাসে বাংলায় কারফিউয়ের মতো পরিস্থিতি তৈরি করা হয় ৷ হিন্দুরা উৎসব পালন করতে পারে না ৷ এখন সাধুদের উপর আক্রমণ করা হলে রাজ্য সরকার চুপ করে থাকে ৷ সংবাদমাধ্যম হইচই করার পর কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ তোষণের রাজনীতি পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাচ্ছে ?’’

এছাড়াও এ দিন আরও একাধিক বিষয়ে মুখ খোলেন অনুরাগ ঠাকুর ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন বারবার ইডির তদন্ত এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি ৷ পাশাপাশি বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’কে অহঙ্করীদের জোট বলে তিনি কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, ওই জোটের কোনও নেতারই কারও সঙ্গে কোনও সমন্বয় নেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. এনকাউন্টার করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করে শাহজাহানকে আত্মসমর্পণের পরামর্শ শুভেন্দুর
  2. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
  3. সন্দেহের বশবর্তী হয়ে গঙ্গাসাগরের পথে যোগীরাজ্যের তিন সাধুকে মারধর, গ্রেফতার 12
Last Updated :Jan 13, 2024, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.