ETV Bharat / state

রেড জ়োন বারাসতে লকডাউন উপেক্ষা করেই বিক্ষোভ কংগ্রেসের, গ্রেপ্তার 8

author img

By

Published : May 12, 2020, 4:51 PM IST

আজ বারাসতে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা । খবর পেয়ে তাঁদের হটিয়ে দেয় পুলিশ ।

congress agitation
কংগ্রেস

বারাসত, 12 মে : রেড জ়োন বারাসতে লকডাউন উপেক্ষা করেই জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে বসে কংগ্রেস । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের হটিয়ে দেয় পুলিশ ।

রাজ্য সরকারের বিরুদ্ধে রেশনে দুর্নীতির অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা । একই সঙ্গে কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন তাঁরা । কিন্তু লকডাউন ভেঙে এভাবে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানোর খবর পেয়ে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশকর্মীরা সেখানে যান । তাঁদের হটিয়ে দেওয়া হয় । সেই সঙ্গে কংগ্রেস নেতা ইন্দ্রাণী চট্টোপাধ্যায় সহ 8 নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় । পরে ব্যক্তিগত বন্ডে তাঁদের ছাড়া হয়।

এভাবে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব । তাদের অভিযোগ,"পুলিশের মনোভাব একপেশে। তারা কার্যত শাসকের দলদাসে পরিণত হয়েছে । সেই জন্য বিরোধীদের আন্দোলন দমানোর চেষ্টা চলছে ।" যদিও পুলিশের বক্তব্য, "হাই প্রোফাইল জায়গায় কোনওরকম অনুমতি না নিয়েই আন্দোলন করার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা । সেজন্যই তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে"।

ইন্দ্রাণী চট্টোপাধ্যায় বলেন, "রেশন ও কোরোনা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন । গরিব মানুষ রেশন পাচ্ছে না। আর মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ছেলে মানুষের মতো আচরণ করছেন । নিজেদের দায়িত্ববোধ ঝেড়ে দিয়ে চিঠি চালাচালি করছেন । আমরা এর তীব্র বিরোধিতা করছি"। তিনি আরও বলেন,"গোটা রাজ্যে রেশন নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতি চলছে । খাদ্য দপ্তর এখন দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে । আবার কোরোনা নিয়েও চলছে তথ্য গোপনের খেলা।"


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.